কা র্য কা র ণ-কালো মেঘে বৃষ্টি হয় কেন? by আব্দুল কাইয়ুম
ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেলে আমরা বুঝতে পারি যে বৃষ্টি আসছে। বৈশাখে সাধারণত বিকেলের দিকে, কখনো সকালে এ রকম হয়। আকাশ দেখে আমরা বোঝার চেষ্টা করি মেঘ কতটা কালো। এ থেকে অনুমান করি বৃষ্টি আসন্ন কি না। মেঘ যত কালো হবে, বৃষ্টি শুরু হবে তত দ্রুত।
বায়ুমণ্ডলে যদি বেশি ধুলোবালি বা অন্য কোনো বস্তুকণা না থাকে, তাহলে সূর্যের আলো সূক্ষ্ম বায়ুকণায় প্রতিসরিত হয়ে ছড়িয়ে পড়ে। চারদিক আলোকোজ্জ্বল থাকে। কিন্তু আকাশে মেঘ থাকলে সূর্যের আলো আসার সময় বাধাপ্রাপ্ত হয়। মেঘ হালকা হলে বেশির ভাগ আলো মেঘ ভেদ করে চলে আসে, শুধু কিছু আলো প্রতিফলিত হয়ে ফিরে যায়। এ সময় মেঘ ছাই রঙের দেখায়। মেঘ যত ঘন হয়, তত বেশি সূর্যালোক প্রতিফলিত হয়ে ফিরে যায় এবং মেঘ কালো হয়ে উঠতে থাকে। এখানেই কালো মেঘের সঙ্গে বৃষ্টির সম্পর্ক। কারণ কালো মানে বেশি পুরু মেঘ, তার মানে মেঘে পানি এত বেশি জমেছে যে তা আর আকাশে ভেসে থাকতে পারবে না, বৃষ্টির আকারে নেমে আসবে।
No comments