বাংলাদেশ ক্রিকেট দলের আদর্শ ড্রেস by রায়হান

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ক্রিকেট দলের জন্য স্পন্সর খুঁজছে। বিসিবি এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আদর্শ কোনো ড্রেস ঠিক করতে পারেনি। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর দলীয় পোশাক যেখানে সব দল ঠিক রেখেছে (যেমন ভারত, পাকিস্তান, শ্রীলংকা), সেখানে বাংলাদেশ তাদের পোশাক ডিজাইন বারবার পরিবর্তন করেছে!


কোথায় বিসিবি স্পন্সরদের বাধ্য করবে. সেখানে বিসিবিরই হাত-পা বাঁধা স্পন্সরদের কাছে! যেখানে সব দেশ স্পন্সরদের লোগো ব্যবহার করতে দেয়, সেখানে বিসিবি স্পন্সরদের লোগোর বদলে নাম ব্যবহার করতে দেয় ড্রেসের গায়ে! দেশের নাম থাকে না ক্রিকেটারদের বুকে! যদিও থাকে তাও আবার পিঠে/কোমরে! অথচ ভারত, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা বুক থেকে নিজের দেশের নাম নামায়নি! আমরা কি পারি না যে কোনো একটি ড্রেসকে আদর্শ ড্রেস হিসেবে বাংলাদেশ দলের জন্য ঠিক করতে? কেন বারবার স্পন্সরদের কথা শুনে স্বাতন্ত্র্য নষ্ট করা? বিসিবির উচিত এসব নিয়মে কঠোর হওয়া এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আদর্শ একটা ড্রেস নির্বাচন করা।
য় পশ্চিম আগারগাঁও, ঢাকা

No comments

Powered by Blogger.