জাতির পিতার কন্যা হিসেবে থাকতে চাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবেসে ছিলেন। তিনি দেশের মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিত্সা সেবা দিয়ে জনগণকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন। তিনি সব সময় জনগণের পাশে থেকেছেন।

ঠিক তেমনি আমিও সবকিছু ছেড়ে দিয়ে জনগণের পাশে থাকব।’ তিনি বলেন, ‘আমি পিতার কন্যা, পিতার কন্যা হিসবে থাকতে চাই। কন্যা হিসেবেই আমার জীবন উত্সর্গ করে দিয়েছি বাংলার জনগণের জন্য।’
মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে সমুদ্রসীমা জয় উপলক্ষে আজ শনিবার বিকেলে প্রধানমন্ত্রীকে দেওয়া ‘নাগরিক সংবর্ধনায়’ তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের বিরুদ্ধে সমুদ্রসীমা নিয়ে রায় হবে ২০১৪ সালে। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, আমরা যদি আবারও সরকার গঠন করতে পারি, তবে আমাদের প্রচেষ্টা থাকবে আবারও বিজয় আনার।’ তিনি বলেন, ‘এ জয়ের ফলে সমুদ্রের জলজ ও খনিজ সম্পদের ওপর আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আগে আমারা অধিকার প্রতিষ্ঠা করব, তারপর তা আহরণ করব কিন্তু আমরা দেখেছি, অতীতে তা ব্যতিক্রম করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে সংগ্রাম করেই বিজয় অর্জন করতে হয়েছে। সব সময় আমাদের লক্ষ্য, বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে।’ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছায়ানটের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন।


=============

প্রথম আলো পাঠকের মন্তব্য সহ......

Iftekhar
Iftekhar
২০১২.০৪.২৮ ১৯:০৩
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে কি হবে! সুবিধাবাদীরা তো আপনাকে থাকতে দেবে না। মাঠ বাস্তবতা আপনাকে জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন করেছে।
Tapu
Tapu
২০১২.০৪.২৮ ১৯:০৬
আপনি দয়া করে খমতা থেকে সরে জান ।
Liton Rahman
Liton Rahman
২০১২.০৪.২৮ ১৯:০৭
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সাধারণ সম্পাদকসহ আট দশজনকে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। প্রয়োজন হলে আরও........। ততে কার বাপের কী ? আমাদের - এক নেত্রীর এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
REZA KABIR
REZA KABIR
২০১২.০৪.২৮ ১৯:১০
"......জাতির পিতার কন্যা হিসেবে থাকতে চাই ..........."........ ...... ????? খুবই হাসলাম ....?
parvez
parvez
২০১২.০৪.২৮ ১৯:১১
েতিহাস .......................
Dr Ahsan Ullah
Dr Ahsan Ullah
২০১২.০৪.২৮ ১৯:১২
কর্মকান্ডে তা বলছেনা!
mohammed a majid
mohammed a majid
২০১২.০৪.২৮ ১৯:১২
আপনার আশা কোনো দিনই সফল হবেনা । এবার আর আপনাদের ভেলকি বাজিতে ভুলছি না
Rajwan Haq
Rajwan Haq
২০১২.০৪.২৮ ১৯:১৩
কেউ কি ব্যাখা করবেন কি করে বাংলাদেশ জিতল একক ভাবে এই লরাইয়ে ?
T Alahee
T Alahee
২০১২.০৪.২৮ ১৯:১৬
সব সময় আমাদের লক্ষ্য, বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র। যে রাষ্ট্রে সবার সমান অধিকার থাকবে।’ সবার সমান অধিকার থাকছে না তো। এখানে সরকারীদল করলে মামলা তুলে নেওয়া হয়- বিরোধীদল করলে নতুন মামলা দেওয়া হয়। বিশেষ জেলার হলে বিশেষ সুবিধা পাওয়া যায়। গুম হয়ে গেলে বিচার পাওয়া যায় না।
Md. Monirul Islam
Md. Monirul Islam
২০১২.০৪.২৮ ১৯:১৬
আপনি কি হয়ে থাকতে চান সেটা একান্ত আপনার ব্যাপার। ওসব গান শুনে আমাদের কোন লাভ নেই। আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই, সাগর-রুনি হত্যাকারী কে ? কালো বিড়ালের ঘুষের টাকার সুরাহা কি ? আজম কোথায় ? আনসার কোথায় ? শেয়ার বাজারের টাকা কোথায় ? আমাদের নিরাপত্তা কোথায় ?
২০১২.০৪.২৮ ১৯:১৬
জাতীর কন্যা হিসেবে থাকতে চাইলে আমাদের কোন আমাদের কোন আপত্তি নেই !
moazzem hossen
moazzem hossen
২০১২.০৪.২৮ ১৯:১৭
বুঝাই যাচ্ছে আপনার আগামী বার ভোট চাওয়াটা কেমন হবে। দেশ কে রসাতলে আর নিবেন না । যত সব বস্তা পচা রাজনীতি।
A.Forkan
A.Forkan
২০১২.০৪.২৮ ১৯:১৮
আপনাকে অনেক সালাম। দায়া করে দলে সবিদাবাদি লোক গল বাহির করেন।
Md Saidur Rahman
Md Saidur Rahman
২০১২.০৪.২৮ ১৯:২০
আপনাকে সবকিছু ছাড়তে হবেনা। আপাতত ক্ষমতা ছাড়লেই চলবে। ।
salim
salim
২০১২.০৪.২৮ ১৯:২০
ঠিক বলেন নি । আপনি জনগনের কথা ভাবেন না । নিজের কথা ভাবেন ।
Md. Monirul Islam
Md. Monirul Islam
২০১২.০৪.২৮ ১৯:২৫
ভাই আপনারা সব সময় মন্তব্যগুলো কেটে ফেলেন। কিন্তু কেন ? কি ভয় পান ?
আমজাদ চৌধুরী
আমজাদ চৌধুরী
২০১২.০৪.২৮ ১৯:২৫
বংবন্ধুর কন্যা হিসাবে দেশকে অনেক কিছু দিতে পারতেন, পারতেন দেশকে অনেক উচুতে পৌছে দিতে। কিন্তু তা না করে আপনি অকল্যানকর কর্মকান্ডে ব্যাস্ত হয়ে পড়েছেন। এখন দেখা যাচ্ছে আপনার কাছে দেশ, দেশের মানুষ বড় নহে, মসনদই বড়।আপানার কাছে দেশ তা আশা করেনি...
২০১২.০৪.২৮ ১৯:২৫
দআ করেন আপা , আপনার মত কথা আর কাউকে বলে না । ...............................................................................
Mayeen Uddin
Mayeen Uddin
২০১২.০৪.২৮ ১৯:২৬
মাননীয় প্রধানমন্ত্রী এইসব সমুদ্রজয়ের আনন্দ উৎযাপন না করে দেশকে কিছু দিন। কিছু ওয়াদা পালন করুন!!!
abdul hannan
abdul hannan
২০১২.০৪.২৮ ১৯:৩১
অামাদের অাশা অাপনি অাবার ক্ষমতায় অসবেন জণগনের নিরাপত্তা নিশ্চিত করবেন। --ইনশাঅাল্লাহ্ ----
sayeed
sayeed
২০১২.০৪.২৮ ১৯:৩৮
আপনি বাপের সম্মানও খুইয়েছেন নিজেরটা তো বহুত আগেই গেছে। এবার দয়া করে রাজনীতি ছাড়ুন।
Akter Hossain
Akter Hossain
২০১২.০৪.২৮ ১৯:৪০
ফাইন, তবে/// কথা বেশী বলার কারণে প্রধানমন্ত্রী থাকা উচিত নয়।
WASIM UDDIN
WASIM UDDIN
২০১২.০৪.২৮ ১৯:৪৩
আপনাকে আর ভালো লাগছে না.........
Md. Farukul Islam Rana
Md. Farukul Islam Rana
২০১২.০৪.২৮ ১৯:৫৩
আমনে জাতির পিতার কন্যা হবেন ক্যান.......আমনে তো আমার কন্যা- সবার কন্যা- জাতির কন্যা !
Umor Farukh. (Software Engr.)
Umor Farukh. (Software Engr.)
২০১২.০৪.২৮ ১৯:৫৪
আমরা শেখ মুজিবকে শ্রদ্ধা করি তাই বলে আপনার পাগলামী মানতে রাজী নই। পীরের ছেলেকে পীর মানার দরকার নাই যদি তার সে েযাগ্যতা না থাকে।
Md. Abdus Salam
Md. Abdus Salam
২০১২.০৪.২৮ ১৯:৫৪
দয়া করে ক্ষমতা ছেলের হাতে ছেড়ে দিন ।
Hero
Hero
২০১২.০৪.২৮ ২০:০২
আমার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের মনোভাব রাখার চেয়ে নিজেকে খুভই সাধারন ভেবে রাষ্ট্র পরিচালনা করলে হয়ত আমরা একজন অসাধারন রাষ্ট্র নায়ক পেতাম,এইটা চচা না করলে কি পিতার পরিচয় ..হয়ে যাবে!
Haroon Rasheed
Haroon Rasheed
২০১২.০৪.২৮ ২০:০৩
তোমার পিতাই বলো জাতীর না ।জাতী অন্য নামে মুজিবকে চিনে।জনগন যদি নিজ হইতে না মানে চাপিয়ে কোন ভাল ফল হয় না।
Rakib
Rakib
২০১২.০৪.২৮ ২০:০৩
then resign from AL and government and stay out of national politics forever. People have seen enough of your incompetence and corruption.
S.M. Jahangir Alam
S.M. Jahangir Alam
২০১২.০৪.২৮ ২০:০৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় নেতা, গনমানুষের নেতা। একজন সিত্যকারের কিংবদন্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তার কন্যা হিসেবে থাকতে চান, খু্বই ভাল কথা, আপনি তার কন্যা হিসেবেই থাকুন, ক্ষুদ্র দলাদলির রাজনীতি, যা মানুষের কল্যাণ তো করেইনা বরং সীমাহীন দুর্ভোগের মধ্যে জনগনের ভাগ্যকে নিপতিত করে, তা থেকে দুরে থাকুন, আপনি সকলের সম্মান ও শ্রদ্ধা নিয়ে বঙ্গবন্ধুর কন্যা হিসেবেই থাকতে পারবেন।
Umor Farukh. (Software Engr.)
Umor Farukh. (Software Engr.)
২০১২.০৪.২৮ ২০:০৬
@Md. Abdus Salam এ ভাই এটা কি কইলেন একজন আমিরকানের হাতে ক্ষমতা ছেড়ে দিতে ?!!!!!........................
hossain
hossain
২০১২.০৪.২৮ ২১:২০
আপনি নিজে কিছু করে জনগন কে দেখান, বাবার নামে আর কত
Md. Musaddik Hossain
Md. Musaddik Hossain
২০১২.০৪.২৮ ২১:২০
now we can understand why bangladeshi people loosing their interest in so called politics and politician.
২০১২.০৪.২৮ ২১:২০
You have failed terribly and it is your time to go.
Enamul Hoque
Enamul Hoque
২০১২.০৪.২৮ ২১:২৩
মাননীয় প্রধানমন্ত্রী,কথা বেশী বলার কারণে প্রধানমন্ত্রী থাকা উচিত নয়। মাঠ বাস্তবতা আপনাকে জনগণ থেকে অনেক বিচ্ছিন্ন করেছে।
Biplob
Biplob
২০১২.০৪.২৮ ২১:২৪
dont spoil people's money by spending purpose.you have already destroyed image of your Father..
hossain
hossain
২০১২.০৪.২৮ ২১:২৬
আপনার বাবার আততা সান্তি পাবে
২০১২.০৪.২৮ ২১:২৭
ম্যাডাম, আপনি জত চেষ্টাই করেন না কেন আপনাকে জাতির পিতার কন্যাই থাকতে হবে। অন্য কারো কন্যা হইতে পারবেন না। সুতরাং এই সব কথা বলে কি লাভ ?
২০১২.০৪.২৮ ২১:২৮
stay as the father's daughter, leave politics.....
২০১২.০৪.২৮ ২১:২৯
বাপের নাম ভাংািা খািতে হবে সারা জিবন ...!
rajib
rajib
২০১২.০৪.২৮ ২১:৩০
হয়ত আপনি ভাল !আবার জনগন ও ভাল !কিন্তু যে খারাপ তাকে কেন ভাল বলেন ? আমরা আর একটি মুজিব চায় আর একটি বিজয় চায় আমরা আবারও বলতে চায় আমরা বাংালি আমরা সাধিন আমরা এক আকাশের একটি চাদ ,,,,,,,,,,,,,,,,,,।
Md. Suzon
Md. Suzon
২০১২.০৪.২৮ ২১:৪০
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে দেশ কন্যা হিসাবে অমরনত্তর হয়ে থাকতে পারবেন। কিন্তু আপানাকে আপনার চারপাশের কিছু পোকা-মাকড় পরিষ্কার করে থাকতে হবে। তাহলাই জনগন আপনার সাথে থাকবে... তাহলে আপনার সুনাম খুন্ন হবে না আর দেশের মানুষ ও ভাল থাকবে ।
faruque mahmoud
faruque mahmoud
২০১২.০৪.২৮ ২১:৪১
যদি রাত পোহালে শুনা যেত .। শেখ হাসিনা আর ক্ষমতায় নাই।যদি রাজপথে আবার মিছিল হত, দুই নেএীর আর দরকার নাই।বিশ্ব বলিত বেশ বেশ, আমরা বলিতাম দুর্যোগ শেষ।
farhad
farhad
২০১২.০৪.২৮ ২১:৪৫
লজ্জা থাকলে এই সরকার পদত্যাগ করা উচিত
ziaur rahman bongovashi
ziaur rahman bongovashi
২০১২.০৪.২৮ ২১:৪৬
সমুদ্র তাহলে আপনি জয় করলেন কলম্বাসের মতো। তাই তো আপনাকে উপহার দেয়া হচ্ছে।
Zaheed Hasan
Zaheed Hasan
২০১২.০৪.২৮ ২১:৪৮
আপনি কার কন্যা সেটা আমাদের কাছে পূজনীয় নয় । আমাদের কাছে আপনার কর্মই শুধু বিবেচ্য । “আপনি আপনার পিতার কন্যা”-অস্বীকার করছি না । , “পিতার কন্যা হিসবে থাকতে চাই”- থাকেন । কে বাধা দিয়েছে? আপনি কি হয়ে থাকবেন সেটা একান্ত আপনার ব্যাপার। ওসব শুনে আমাদের কোন লাভ নেই, আমাদের কোন ক্ষতিও নেই। “কন্যা হিসেবেই আমার জীবন উৎসর্গ করে দিয়েছি বাংলার জনগণের জন্য”-কথাটা মোটেও সত্য নয়।
Md.Moniruzzaman
Md.Moniruzzaman
২০১২.০৪.২৮ ২১:৫০
No More sweet words we need real work.
Md. Amanul Haque Aman
Md. Amanul Haque Aman
২০১২.০৪.২৮ ২১:৫৪
...................আপনি চুপ থাকুন সেটাই ভালো
রাসেল
রাসেল
২০১২.০৪.২৮ ২২:০৭
এবার কিন্তু আপনাকে সমুদ্র কন্যা উপাধিটি নিতেই হবে বলে দিলুম।
Arafat hosen
Arafat hosen
২০১২.০৪.২৮ ২২:০৮
You should tell that my father had loved people deeply but i want to absorb people deeply. Please control your cabinet for their absorption . And give contentment the general people. We are tired . How much......???????
mohammad rahman
mohammad rahman
২০১২.০৪.২৮ ২২:০৮
কন্যায় আপনি ্যত সফল অন্য থায় না। আপনার জীবনের সবচেয়ে সমভবত; এক টি সফল কাজ !আর তা হল পিতৃহন্তার বিচার !
abdur
abdur
২০১২.০৪.২৮ ২২:০৯
International verdict about the sea land and resources is really a nice achievement of Awamileagh government wheather we have gas block there or not that does not matter , the matter is we have now real territory in sea. We should appreciate it. Thank you and we should thank to international court too.
Mahmood Hussain
Mahmood Hussain
২০১২.০৪.২৮ ২২:২১
যারা পিতৃকূলের ইজ্জত ধূলোয় মিশিয়ে দেয়, তাদেরকে কি যেনো বলে ?
muhammad golam
muhammad golam
২০১২.০৪.২৮ ২২:৩১
গত ২৭ মাসে অন্তত ২৮ জন রাজনীতিবিদকে গুম করা হয়েছে। এর মতো ভয়াবহ অপরাধ আর নেই। সরকার প্রতিহিংসার কারণে এটা করছে। সরকারকে এ জন্য জবাবদিহি করতে হবে, নইলে নৈতিক কারণে পদত্যাগ করতে হবে।

No comments

Powered by Blogger.