৫০ পর্বে লাক্স ব্রাইডল শো

বিয়ে নিয়ে আরটিভির নিয়মিত অনুষ্ঠান ‘লাক্স ব্রাইডাল শো’। শারমীন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানটি ৫০ পর্বে পদার্পন করছে। আগামী ৩০ এপ্রিল সোমবার অনুষ্ঠানটির ৫০তম পর্ব  আরটিভিতে প্রচার হবের রাত ৯টা ৫০ মিনিটে। বিয়ে নিয়ে সাধারণত আমাদের দেশীয় টিভি চ্যানেলে তেমন উল্লেখ যোগ্য কোন অনুষ্ঠান হয়না।

আরটিভি এবার আয়োজন করেছে বিয়ের যাবতীয় খুটিনাটি বিষয় নিয়ে অনুষ্ঠান ‘ব্রাইডল শো’। বর কনে দেখা থেকে শুরু করে বিয়ের পূর্বের প্রিপারেশন, বিয়ের আংটি (এনগেজমেন্ট), বিয়ের কেনাকাটা,কোথায় কি কি পাওয়া যায়, হলুদ সন্ধ্যার আয়োজন, হলুদের কেনাকাটা, বিয়ের সাজ, পোষাক, গহনা, মেকআপ, বিয়ের যাবতীয় অনুষ্ঠানের ছবি ও ভিডিও ধারন, বিয়ের আমন্ত্রনপত্র তৈরী ও বিতরন, বিয়ের দেনমোহর, স্বাক্ষী, উকিল, রেজিষ্ট্রেশন, বিয়ের অনুষ্ঠান কোথায় কোথায় হতে পরে: যোগাযোগ ও খরচ, বিয়ের গাড়ী, বাসর ঘর সাজানো, দেশীয় বিয়ের বিভিন্ন রীতিনীতি (একটি প্যাকেজ), তারকাদের বিয়ে (একটি প্যাকেজ), সনাতন বিয়ের রীতিনীতি (মুসলিম বিয়ে, হিন্দু বিয়ে ও অন্যান্ন বিয়ের নিয়মকানুন),বিশ্বের বিভিন্ন দেশের বিয়ের আয়োজন (একটি প্যাকেজ) কনেকে ঘরে নেওয়ার যাবতীয় বিষয় থাকবে অনুষ্ঠানে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহরিয়ার ইসলাম।
http://www.youtube.com/watch?v=fw441bIxTd0

No comments

Powered by Blogger.