দুই বছর পর জোলি....
দুই বছর পর অভিনয়ে ফিরছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এই দুই বছর চলচ্চিত্র পরিচালনাসহ অন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। এর বাইরে অভিনয়ের একঘেয়েমী কাটানোর জন্যও এ সময়টা অভিনয় থেকে দূরে ছিলেন । এ দুই বছরে ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাডি এন্ড হানি’ ছবিটি তৈরি করেছেন জোলি। এটি জোলি পরিচালিত প্রথম ছবি। ছবিটি তাকে পরিচালক হিসেবে বেশ আলোচনায়ও নিয়ে এসেছে। তবে দুই বছর পর আবারও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন জোলি। এমনটাই খোদ তিনি জানিয়েছেন। নিউ ডিজনি মুভির একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী এই অস্কার জয়ী অভিনেত্রী। তবে একেবারেই ভিন্নরুপে ছবিতে হাজির হচ্ছেন তিনি। নীতির স্বপক্ষে যুদ্ধ করা জোলিকে এ ছবিতে দেখা যাবে নীতির বিপক্ষে লড়াই করতে। তবে এমন একটি চরিত্রে অভিনয় করতে যাওয়ায় বেশ ফুরফুরে মেজাজেই যেন রয়েছেন জোলি। তাইতো সবার সামনেই সেই উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। সমপ্রতি জার্মানির বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এসে নিউ ডিজনি মুভির নতুন এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে দুই বছর পর অভিনয়ে ফেরার প্রথম ঘোষণাটি দেন তিনি। নিজের পরিচালিত ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাডি এন্ড হানি’ ছবিটি নিয়ে তিনি এই উৎসবে অংশ নেন। আর নতুন ছবিতে অভিনয় বিষয়ে তিনি বলেন, দুই বছর নিজের ইচ্ছাতেই ক্যামেরার পেছনে থাকলেও সামনে আসিনি। অভিনয়ের একঘেয়েমী ভাব কাটিয়ে নতুন কিছু করার জন্যই মূলত এমনটা করেছি। এর ফলাফলও পেয়েছি। আমার পরিচালিত ছবিটি সারা বিশ্বেই সমাদৃত হয়েছে। যার ফলে নতুন উদ্যাম নিয়ে আবারও কাজ শুরু করতে যাচ্ছি। নিউ ডিজনির নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি শিগগিরই। এখানে দর্শকরা আমাকে ব্যাড গার্ল হিসেবেই দেখতে পাবেন। এ ধরনের ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করাটাও আমি অনেক উপভোগ করি।
No comments