ইউএনওর শাস্তি-প্রশাসনকে দায়িত্ব পালন করতে দিন

এসএসসি-এইচএসসিসহ পাবলিক পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ ভূমিকা থাকে। পরীক্ষায় নকল ঠেকানো, বহিরাগতদের অন্যায় অনুপ্রবেশ বন্ধ করাসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে তাদের কঠোর ব্যবস্থা নিতে হয়। সকলেই স্বীকার করবেন, দেশের বাস্তবতায় এ ধরনের কঠোরতা প্রত্যাশিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে প্রবেশ করতে যাচ্ছিলেন উপজেলা চেয়ারম্যানের ভাইসহ দুই বহিরাগত।


প্রশ্ন হলো, তারা কেন পরীক্ষা হলে প্রবেশ করবেন? সাধারণ বিচারে পরীক্ষা-সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত না হলে কারও পরীক্ষা হলে প্রবেশ করা অন্যায় ও দণ্ডনীয় অপরাধ। যেখানে এই ব্যক্তিদের নিকটাত্মীয় একজন পরীক্ষার্থী, সেখানে এই অবৈধ অনুপ্রবেশের অন্য কোনো উদ্দেশ্য থাকাও অসম্ভব কিছু নয়। স্বাভাবিক নিয়মেই কর্তব্যরত কর্মকর্তাদের দায়িত্ব এমন অনুপ্রবেশে বাধা দেওয়া ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা। টুঙ্গিপাড়ার ইউএনও ঠিক দায়িত্বটি পালন করেছেন বলেই প্রতীয়মান হয়। কিন্তু দায়িত্বটি পালন করার জন্য পুরস্কার নয়, এমনকি তিরস্কারও নয়_ রীতিমতো শাস্তি জুটেছে। তাকে স্টান্ডরিলিজ করা হয়েছে। প্রশ্ন হলো, কেন স্থানীয় প্রশাসনের পদস্থ এক ব্যক্তিকে সঠিক দায়িত্ব পালন করার পরও এমন শাস্তি পেতে হলো? এ কথা বিশ্বাস করার কারণ ঘটেছে যে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাধরদের অন্যায়ে বাধা দেওয়ার কারণেই এমনটি ঘটেছে। যদি তর্কের খাতিরে ধরে নিই যে, কোনো ভুল বোঝাবুঝির কারণে ইউএনও এক ছাত্রের পরীক্ষার খাতা নিয়ে নিয়েছিলেন এবং পরে সে খাতা ফেরত দিয়েছিলেন, তারপরও ইউএনওর এমন শাস্তি হতে পারে না। ঘটনাপ্রবাহে স্পষ্ট যে, ইউএনও অন্যায় প্রতিরোধ করতেই পদক্ষেপ নিয়েছিলেন এবং সেটিই তার কাছে প্রত্যাশিত। ফলে ইউএনওর বিরুদ্ধে যে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি সমর্থনযোগ্য নয়। এটি রাজনৈতিক প্রভাববশত হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। এমন ঘটনা স্থানীয় প্রশাসনগুলোর আইনানুগ তৎপরতায় বাধা হিসেবেই গণ্য হবে। এর মাধ্যমে রাজনৈতিক ক্ষমতাশালীরা নিজেদের প্রশ্নহীন ভাববেন, জনগণের মধ্যেও প্রশাসন সম্পর্কে ভুল মেসেজ যাবে। সবচেয়ে বড় কথা, এমন উদাহরণ প্রশাসনের কর্মকর্তাদের দুর্বল করে দেবে। তাই আমরা আশা করি, বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা নতুন করে ভাববেন। ঘটনাটি নিয়ে সঠিক তদন্ত করে কেন বহিরাগতরা পরীক্ষা হলে প্রবেশ করতে যাচ্ছিল তা বের করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.