আগ্রহ-উদ্যম থাকতে হবে by নূরজাহান বেগম
বই পড়া-লেখালেখি করা এক ধরনের নেশা। এটি আত্মার সঙ্গে মিশে থাকে। হাজারো কাজের ভিড়ে নিজের জন্য একটু সময় বের করা কঠিন কিছু নয়। এর জন্য নারীদের আগ্রহ-উদ্যম থাকতে হবে। তবে পরিবার বা তার আশপাশের মানুষেরও সহযোগিতার মনোভাব থাকতে হবে।
পরিবারের নারী সদস্যটি হয়তো অবসরে একটা বই নিয়ে বসেছেন, তখন অযথা তাঁকে ডাকলে মনোযোগ বিঘ্ন হতে পারে। সব সময় তো পরিবারকে নিয়েই ভাবেন তিনি। খানিকটা সময় নিজের জন্য ব্যয় করার সুযোগ যেন পান তিনি, সেটি সবাই মিলে ব্যবস্থা করে দিতে হবে। আর লেখালেখির অভ্যাস থাকলে তা সময়াভাবে থামিয়ে দেওয়া ঠিক নয়। একটা সময়ে নারীদের লেখার জন্য, উৎসাহ দেওয়ার জন্য সওগাত পত্রিকার সম্পাদক আমার বাবা মোহাম্মদ নাসিরউদ্দীন, সুফিয়া কামালসহ আমরা নারীদের বাড়িতে বাড়িতে যেতাম। তাঁদের লেখা নিয়ে আসতাম। তাঁদের ছবি ছাপানোর ব্যবস্থাও করলাম। সেই সময়ে এত রক্ষণশীলতার মাঝেও নারীরা আমাদের কাছে তাঁদের লেখা-ছবি পাঠাতেন। এখন তো অনেক সুযোগ-সুবিধা। ইচ্ছাকে সুপ্ত না রেখে প্রকাশ করতে হবে। নিজের সময় নিজেকেই বের করতে হবে। এর কোনো বিকল্প নেই।
No comments