ক বি তা-তোমাকে ভাবতে থাকি by জাহিদ হায়দার

তোমাকে ডাকতে থাকি যেখানে রূপ,
সুদূরে যায় না চোখ, স্বপ্ন যায়;
খুঁজে ফিরি একা, যদি
দেখা পাই সেই মুখ;


ভেসে যাই দূর-দেশে
অনিদ্রায়;
রোদ-জ্বলা শুধু নীল ভালো অসুখ।

অনেক পথিক হই অনেক বোধে
পলাশের কাছে বলি আমার নেশা
: কুড়ানো তৃণের মায়া;
যে জানে সকল ব্যথা
সবুজের ভাঙনের
সাথীহীনের;
একাকী আবার ডাকি: কই সে ছায়া?

তোমার বিদায় আঁকা নদীরেখায়
মুখ গুঁজে পড়ে আছে নৌকার দিন,
ছিল ভালো পারাপার
বিনিময়ে দুই তীর
ছিল না কৃপণ তত
যত অভাব;
এখনো বৃষ্টি ধরি শোধাতে ঋণ।

তোমাকে ভাবতে থাকি উড়িয়ে পাল।

No comments

Powered by Blogger.