ফিরে দেখাঃ ইউজেন ও’নিল by ইমরান রহমান
বিখ্যাত মার্কিন লেখক ইউজেন ও’নিল ১৯৫৩ সালের ২৭ নভেম্বর বস্টনে পরলোকগমন করেন। তিনি একজন সফল নাট্যকারও ছিলেন। ১৯৩৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আমেরিকার নাটকের বাস্তববাদের কলাকৌশলগুলো যারা তুলে আনেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। নিলের লেখা একমাত্র বিখ্যাত কমেডি রচনা হলো ‘আহ্ ওয়াইল্ডারনেস’। নিলের অন্য নাটকগুলোতে দুঃখবাদের প্রভাব লক্ষ করা যায়।
১৮৮৮ সালের ১৬ অক্টোবর ও’নিল জন্মগ্রহণ করেন নিউইয়র্ক সিটির টাইম স্কোয়ারে। তিনি খ্যাতিমান আইরিশ অভিনেতা জেমস ও’নিল এবং এলা কুইনলেনের ছেলে। বাবার পেশাগত ব্যস্ততার কারণে ও’নিল একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন। এখানে তিনি বইয়ের মধ্যে শান্তি খুঁজতেন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বরখাস্ত হওয়ার পর বেশ ক’বছর সমুদ্রে কাটান। এসময় তিনি বিষণ্নতায় আক্রান্ত হন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন। যাহোক, ৩ বছরের মধ্যে তার বাবা-মা ও বড় ভাই একে একে মারা যান। এ অবস্থায় মুক্তির খোঁজে ও’নিল শেষ পর্যন্ত লেখালেখিকেই বেছে নেন। সাগরের সঙ্গে আত্মীয়তা তার নাটকের একটি প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। ১৯০৯ সালের ২ অক্টোবর তিনি ক্যাথেলিন জিনকিনসকে বিয়ে করেন। পরবর্তী সময়ে তিনি কল্পকাহিনী রচয়িতা অ্যাগনেস বোল্টনকে বিয়ে করেছিলেন। কিন্তু এক সময় এ বিয়েতেও চিড় ধরে এবং শেষবারের মতো কার্লোটা মন্টেরিকে বিয়ে করেন ও’নিল। বহু বছর নানা ধরনের অসুখে ভুগে ও’নিল ১৯৫৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
১৮৮৮ সালের ১৬ অক্টোবর ও’নিল জন্মগ্রহণ করেন নিউইয়র্ক সিটির টাইম স্কোয়ারে। তিনি খ্যাতিমান আইরিশ অভিনেতা জেমস ও’নিল এবং এলা কুইনলেনের ছেলে। বাবার পেশাগত ব্যস্ততার কারণে ও’নিল একটি বোর্ডিং স্কুলে ভর্তি হন। এখানে তিনি বইয়ের মধ্যে শান্তি খুঁজতেন। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে বরখাস্ত হওয়ার পর বেশ ক’বছর সমুদ্রে কাটান। এসময় তিনি বিষণ্নতায় আক্রান্ত হন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন। যাহোক, ৩ বছরের মধ্যে তার বাবা-মা ও বড় ভাই একে একে মারা যান। এ অবস্থায় মুক্তির খোঁজে ও’নিল শেষ পর্যন্ত লেখালেখিকেই বেছে নেন। সাগরের সঙ্গে আত্মীয়তা তার নাটকের একটি প্রধান বিষয়বস্তু হয়ে ওঠে। ১৯০৯ সালের ২ অক্টোবর তিনি ক্যাথেলিন জিনকিনসকে বিয়ে করেন। পরবর্তী সময়ে তিনি কল্পকাহিনী রচয়িতা অ্যাগনেস বোল্টনকে বিয়ে করেছিলেন। কিন্তু এক সময় এ বিয়েতেও চিড় ধরে এবং শেষবারের মতো কার্লোটা মন্টেরিকে বিয়ে করেন ও’নিল। বহু বছর নানা ধরনের অসুখে ভুগে ও’নিল ১৯৫৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
No comments