ফিরে দেখাঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী by ইমরান রহমান
১৯৬৩ সালের ৫ ডিসেম্বর ইন্তেকাল করেন গণতন্ত্রের মানসপুত্র অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ১৮৯২ সালের ৮ সেপ্টেম্বর তার জন্ম হয় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে। তিনি ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।
তার পিতা স্যার জাহিদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিচারপতি। সোহরাওয়ার্দীর শিক্ষাজীবনের শুরু আলিয়া মাদ্রাসায়। সেন্ট জ্যাভিয়ার্স কলেজ থেকে তিনি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। অতঃপর মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আরবি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজ্ঞানে সম্মানসহ স্নাতক অর্জন করেন। ১৯১৮ সালে গ্রেস ইন থেকে বার এট ল’ ডিগ্রি অর্জন করেন। অতঃপর ১৯২১ সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের শুরু ১৯২৪ সালে। প্রথমে তিনি যোগ দেন চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে। ১৯৩৬ সালের শুরুতে তিনি ইন্ডিপেনডেন্ট মুসলিম পার্টি নামে একটি দল গঠন করেন। ব্রিটিশ আমলে খাজা নাজিমউদ্দীনের প্রাদেশিক মন্ত্রিসভার একজন প্রভাবশালী সদস্য ছিলেন তিনি। ১৯৫৬ সালে চৌধুরী মোহাম্মদ আলীর পদত্যাগের পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। ১৯৬৩ সালে চিকিত্সার জন্য তিনি দেশের বাইরে যান এবং লেবাননের বৈরুতে অবস্থানকালে ১৯৬৩ সালের এই দিনে ইন্তেকাল করেন। ঢাকার তিন নেতার মাজারে তিনি শায়িত।
No comments