কক্সবাজারে চলছে স্যানোগ সম্মেলন
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপি
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজন কক্সবাজারে চলছে স্যানোগ-২১ সম্মেলন।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ—স্যানোগের ১০ বছর পূর্তির স্মারক
হিসেবে গত ২৭ জানুয়ারি এই ২১তম আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ
নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস।
উদ্বোধনী দিনে ‘ইন্টারনেট গভর্নেন্স: হোয়াই অপারেটর শুড কেয়ার’ শিরোনামে
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন
সেন্টারের (অ্যাপনিক) মহাপরিচালক পল উইলসন। আগামীকাল এ সম্মেলন শেষ হচ্ছে।
দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ২৫০ জন তথ্যপ্রযুক্তি পেশাজীবী এতে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে দূর থেকে অংশ নিতে www.sanog.org ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এ সাইটে সরাসরি এ সম্মেলনের ওয়েব সম্প্রচার হচ্ছে। আর প্রধান অংশগুলো দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল ৭১। সম্মেলনে প্রতিদিনই থাকছে কর্মশালা ও নেটওয়ার্ক পরিচালনাবিষয়ক টিউটোরিয়াল। —বিজ্ঞপ্তি
দক্ষিণ এশিয়াসহ বিশ্বের ২৫০ জন তথ্যপ্রযুক্তি পেশাজীবী এতে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে দূর থেকে অংশ নিতে www.sanog.org ঠিকানার ওয়েবসাইটে যেতে হবে। এ সাইটে সরাসরি এ সম্মেলনের ওয়েব সম্প্রচার হচ্ছে। আর প্রধান অংশগুলো দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল ৭১। সম্মেলনে প্রতিদিনই থাকছে কর্মশালা ও নেটওয়ার্ক পরিচালনাবিষয়ক টিউটোরিয়াল। —বিজ্ঞপ্তি
No comments