তুর্কি সরকারের সঙ্গে সংলাপে রাজি পিকেকে
তিন দশকের বিরোধ মেটাতে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে দেশটির বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। গত সপ্তাহে দেশটির দুই আইনপ্রণেতা পিকেকের কারাবন্দি নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আলোচনার বিষয়টি নিশ্চিত হয়।
তুরস্কের স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
তুরস্কের এনটিভি এবং রেডিক্যাল সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, তুর্কি সরকারের সঙ্গে পিকেকের কারাবন্দি শীর্ষ নেতা আবদুল্লাহ ওকালানের শান্তি আলোচনা হবে। চুক্তিতে দেশটির সংখ্যালঘু কুর্দি নাগরিকদের অধিকারের বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি পিকেকে তাদের বন্দি শতাধিক সদস্যের মুক্তির শর্ত দিয়েছে বলেও তুরস্কের স্থানীয় গণমাধ্যমে বলা হয়।
১৯৮৪ সালের পর থেকে তুর্কি বাহিনীর সঙ্গে ওকালানের নেতৃত্বাধীন বিদ্রোহীদের সংঘর্ষে প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র : এএফপি।
তুরস্কের এনটিভি এবং রেডিক্যাল সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, তুর্কি সরকারের সঙ্গে পিকেকের কারাবন্দি শীর্ষ নেতা আবদুল্লাহ ওকালানের শান্তি আলোচনা হবে। চুক্তিতে দেশটির সংখ্যালঘু কুর্দি নাগরিকদের অধিকারের বিষয়টি অগ্রাধিকার পাবে। পাশাপাশি পিকেকে তাদের বন্দি শতাধিক সদস্যের মুক্তির শর্ত দিয়েছে বলেও তুরস্কের স্থানীয় গণমাধ্যমে বলা হয়।
১৯৮৪ সালের পর থেকে তুর্কি বাহিনীর সঙ্গে ওকালানের নেতৃত্বাধীন বিদ্রোহীদের সংঘর্ষে প্রায় ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র : এএফপি।
No comments