কুষ্টিয়ার বন্ধু হোসাইনের- অর্জন by ইমাম মেহেদী
কুষ্টিয়া বন্ধুসভার সদস্য মোহাম্মাদ হোসাইন পর পর দুই বছর মীনা অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০১১ সালে শিশু সাংবাদিকতায় ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রথম স্থান অর্জন করে। এ বছর দ্বিতীয় স্থান অধিকার করেছে।
১৮ নভেম্বর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আনুষ্ঠানিকভাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হোসাইনের হাতে ক্রেস্ট তুলে দেন। ‘শিশুশ্রমের হালচাল: আইনগুলো কি শুধু পাণ্ডুলিপিতেই সীমাবদ্ধ’ এমন ফিচার লিখে সে এ অ্যাওয়ার্ড পান।
বন্ধুসভার সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি হোসাইন অবহেলিত শিশুদের নিয়ে লেখালেখি করেন। তাঁর অনেক লেখা ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন, স্মরণিকাসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২৩ নভেম্বর বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া অফিসে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়। হোসাইন বলেন, ‘এ অর্জন আমার একার নয়, সব বন্ধুর।’ হোসাইন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কুষ্টিয়া বন্ধুসভার সদস্য।
কুষ্টিয়া বন্ধুসভা।
বন্ধুসভার সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি হোসাইন অবহেলিত শিশুদের নিয়ে লেখালেখি করেন। তাঁর অনেক লেখা ম্যাগাজিন, লিটল ম্যাগাজিন, স্মরণিকাসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২৩ নভেম্বর বিকেলে প্রথম আলোর কুষ্টিয়া অফিসে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়। হোসাইন বলেন, ‘এ অর্জন আমার একার নয়, সব বন্ধুর।’ হোসাইন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামের হাজী নুরুল ইসলাম কলেজের উচ্চমাধ্যমিক শাখার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কুষ্টিয়া বন্ধুসভার সদস্য।
কুষ্টিয়া বন্ধুসভা।
No comments