জোড় ইজতেমা শেষ বিশ্ব ইজতেমা ১১ জানুয়ারি
টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ইজতেমায় দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি অংশ নেন।
ইমান ও আমলের বয়ানের মধ্য দিয়ে গত শুক্রবার সকালে ওই ইজতেমা শুরু হয়। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে এটি শুরু হয়ে থাকে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন জানান, আগামী ১১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম দফা। ১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এটি। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফা শুরু হবে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
গিয়াসউদ্দিন আরও জানান, ইজতেমা ময়দানের জন্য নির্ধারিত জায়গা আরও বাড়ানো দরকার। এখানে আসা মুসল্লিদের গাড়ি রাখার তেমন ব্যবস্থা নেই। বিশ্ব ইজতেমা দুই দফায় করার পরও মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। ইজতেমা ময়দানের আশপাশের অব্যবহূত জমি বরাদ্দে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন জানান, আগামী ১১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম দফা। ১৩ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এটি। চার দিন বিরতি দিয়ে দ্বিতীয় দফা শুরু হবে ১৮ জানুয়ারি। ২০ জানুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
গিয়াসউদ্দিন আরও জানান, ইজতেমা ময়দানের জন্য নির্ধারিত জায়গা আরও বাড়ানো দরকার। এখানে আসা মুসল্লিদের গাড়ি রাখার তেমন ব্যবস্থা নেই। বিশ্ব ইজতেমা দুই দফায় করার পরও মুসল্লিদের স্থান সংকুলান হচ্ছে না। ইজতেমা ময়দানের আশপাশের অব্যবহূত জমি বরাদ্দে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নেরও দাবি জানান তিনি।
No comments