একনজরে- শৌচাগার পার্ক



শৌচাগার নিয়ে তৈরি থিমপার্ক।অবস্থান: দক্ষিণ কোরিয়ার সুওয়ান শহরে অবস্থিত এই পার্ক। বাড়ির মালিক: ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সিম জেই-ডাকের বাড়ি এটি।
তাঁর মৃত্যুর পর বাড়িটিকে জাদুঘর করা হয়। জাদুঘরের বাইরে তৈরি করা হয় বিভিন্ন মডেলের শৌচাগার ও ব্যক্তির ভাস্কর্য।
লৌহসামগ্রীর ব্যবসা করে ভাগ্যের পরিবর্তন করেন সিম। কিন্তু তাঁর জন্ম ও বেড়ে ওঠা একটি অনগ্রসর পরিবারে। শৈশবের নোংরা আর অস্বাস্থ্যকর শৌচাগারই তাঁর চিন্তাভাবনায় প্রভাব ফেলেছিল। সে অনুযায়ী তিনি স্বাস্থ্যকর শৌচাগার নির্মাণের পক্ষে সামাজিক আন্দোলন শুরু করেন, যা স্বীকৃতি পায় ২০০২ বিশ্বকাপ ফুটবলে। ওই বিশ্বকাপের আয়োজক ছিল দক্ষিণ কোরিয়া। বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলারদের জন্য উপযোগী শৌচাগার নির্মাণ করেই মিলেছে এ স্বীকৃতি। ২০০৯ সালে ৭০ বছর বয়সে মারা যান সিম। রয়টার্স অবলম্বনে

No comments

Powered by Blogger.