নতুন বাড়ি নির্মাণের ঘোষণা-আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও অনড় ইসরায়েল
পশ্চিম তীরে নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত আছে। ইউরোপের পাঁচটি দেশ ও অস্ট্রেলিয়া এ পরিকল্পনার নিন্দা জানাতে তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। তবে সব চাপ উপেক্ষা করে পরিকল্পনা বাস্তবায়নে অটল ইসরায়েল।
এমনকি গত সোমবার তারা পূর্ব জেরুজালেমে এক হাজার ৬০০ নতুন বাড়ি তৈরির আরেকটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
জাতিসংঘ ফিলিস্তিনকে 'পর্যবেক্ষক রাষ্ট্রের' মর্যাদা দেওয়ায় প্রতিশোধ হিসেবে গত বৃহস্পতিবার পশ্চিম তীরে নতুন তিন হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল। ই-ওয়ান নামের এ পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেম থেকে মালেহ আদুমিম পর্যন্ত নতুন বাড়ি তৈরি করা হবে। ইসরায়েল ওই ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র এর নিন্দা জানায়। ইসরায়েলের ঘোষণাকে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার পথে বাধা হিসেবে উল্লেখ করে তারা। জাতিসংঘ ও ইউরোপের কয়েকটি দেশও এর সমালোচনা করে। নতুন বসতির ঘোষণার নিন্দা জানাতে ফ্রান্স, ব্রিটেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন ও অস্ট্রেলিয়া তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়া, জার্মানি, জাপান সরকারও ইসরায়েলের সমালোচনা করেছে।
তবে গত সোমবারও ইসরায়েল বসতির পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ়তা প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, 'আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আমরা আমাদের জাতীয় স্বার্থ অর্জনের ব্যাপারে অবিচল থাকব। বাড়ি নির্মাণের পরিকল্পনা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।'
ই-ওয়ান পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই সোমবার পুরনো আরেকটি বসতির পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী পূর্ব জেরুজালেমের উত্তরাঞ্চলে রামাত স্লোমো বসতিতে নতুন এক হাজার ৬০০ বাড়ি নির্মাণ করবে তারা। এদিকে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আগামীকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লা যাচ্ছেন। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর এটাই সেখানে কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। সূত্র : এএফপি
জাতিসংঘ ফিলিস্তিনকে 'পর্যবেক্ষক রাষ্ট্রের' মর্যাদা দেওয়ায় প্রতিশোধ হিসেবে গত বৃহস্পতিবার পশ্চিম তীরে নতুন তিন হাজার বাড়ি নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল। ই-ওয়ান নামের এ পরিকল্পনার আওতায় পূর্ব জেরুজালেম থেকে মালেহ আদুমিম পর্যন্ত নতুন বাড়ি তৈরি করা হবে। ইসরায়েল ওই ঘোষণা দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্র এর নিন্দা জানায়। ইসরায়েলের ঘোষণাকে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনার পথে বাধা হিসেবে উল্লেখ করে তারা। জাতিসংঘ ও ইউরোপের কয়েকটি দেশও এর সমালোচনা করে। নতুন বসতির ঘোষণার নিন্দা জানাতে ফ্রান্স, ব্রিটেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন ও অস্ট্রেলিয়া তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়া, জার্মানি, জাপান সরকারও ইসরায়েলের সমালোচনা করেছে।
তবে গত সোমবারও ইসরায়েল বসতির পরিকল্পনা বাস্তবায়নের দৃঢ়তা প্রকাশ করেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, 'আন্তর্জাতিক চাপ সত্ত্বেও আমরা আমাদের জাতীয় স্বার্থ অর্জনের ব্যাপারে অবিচল থাকব। বাড়ি নির্মাণের পরিকল্পনা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।'
ই-ওয়ান পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই সোমবার পুরনো আরেকটি বসতির পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে অনুযায়ী পূর্ব জেরুজালেমের উত্তরাঞ্চলে রামাত স্লোমো বসতিতে নতুন এক হাজার ৬০০ বাড়ি নির্মাণ করবে তারা। এদিকে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ আগামীকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লা যাচ্ছেন। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর এটাই সেখানে কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। সূত্র : এএফপি
No comments