ইসরায়েলকে জাতিসংঘ-এনপিটিতে যোগ দেওয়ার আহবান
পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগ দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দেশটির পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের (আইএইএ) পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে গত সোমবার ব্যাপক সমর্থনে পাস হওয়া প্রস্তাবে এ আহ্বান জানানো হয়।
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৭৪টি দেশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ছয়টি দেশ।
ইসরায়েলের হাতে অত্যাধুনিক পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। যদিও তারা কখনো এ কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেনি। তবে এনপিটিতে যোগ দেওয়ার ব্যাপারটি তারা আগেই নাকচ করেছে। পরমাণু অস্ত্রসমৃদ্ধ বাকি তিন দেশ_ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াও এনপিটিতে যোগ না দেওয়ার কথা জানিয়েছে। অনেকেরই ধারণা, ইসরায়েলের ভাণ্ডারে পরমাণু অস্ত্র থাকার কারণেই পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে ইরান। এর ফলে অঞ্চলটিতে দেখা দিয়েছে অস্থিরতা। সূত্র : এএফপি
প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৭৪টি দেশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ বিপক্ষে ভোট দিয়েছে ছয়টি দেশ এবং ভোটদানে বিরত ছিল ছয়টি দেশ।
ইসরায়েলের হাতে অত্যাধুনিক পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। যদিও তারা কখনো এ কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার করেনি। তবে এনপিটিতে যোগ দেওয়ার ব্যাপারটি তারা আগেই নাকচ করেছে। পরমাণু অস্ত্রসমৃদ্ধ বাকি তিন দেশ_ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়াও এনপিটিতে যোগ না দেওয়ার কথা জানিয়েছে। অনেকেরই ধারণা, ইসরায়েলের ভাণ্ডারে পরমাণু অস্ত্র থাকার কারণেই পরমাণু কর্মসূচি হাতে নিয়েছে ইরান। এর ফলে অঞ্চলটিতে দেখা দিয়েছে অস্থিরতা। সূত্র : এএফপি
No comments