নাচে অপারগ জ্যাকলিন!
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকলিন ফারনান্দেজ। শ্রীলঙ্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী বলিউডে পা রেখেই ছড়িয়েছেন শরীরী উত্তাপ; মনোরঞ্জন করেছেন দর্শকদের। কিন্তু নাচ নিয়ে এ অভিনেত্রী এখনো আছেন মহা বিপাকে।
‘জানে কাহাসে আয়ে’ ‘মার্ডার-২’ ‘হাউজফুল-২’ সিনেমায় জ্যাকলিনের নাচের দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো।
বলিউডে জ্যাকলিনের প্রথম সিনেমা ছিলো সুজল ঘোষালের ‘আলাদীন’।
এ সিনেমায় জ্যাকলিনের বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। অভিনয় মোটামুটি ভালো করলেও প্রথম কয়েকটা সিনেমার মতো নাচে এখনো অপারগ ফারনান্দেজ।
জ্যাকলিনের পরবর্তী সিনেমার জন্য কিছু বুগি নাচের স্টেপ শিখতে হবে। এ জন্য অনেক পরিশ্রম করছেন তিনি।
তবে জানা গেছে, আগের থেকে অনেক ভালো পারফরমেন্স এখন জ্যাকলিনের। দ্রুত নাচের স্টেপগুলো খুব ভালোভাবেই আয়ত্ত করছেন তিনি। আশা করা যাচ্ছে আগামীতে দর্শক তার নাচের প্রশংসাই করবেন।
সূত্র: মিড ডে
‘জানে কাহাসে আয়ে’ ‘মার্ডার-২’ ‘হাউজফুল-২’ সিনেমায় জ্যাকলিনের নাচের দুর্বলতা ছিলো চোখে পড়ার মতো।
বলিউডে জ্যাকলিনের প্রথম সিনেমা ছিলো সুজল ঘোষালের ‘আলাদীন’।
এ সিনেমায় জ্যাকলিনের বিপরীতে অভিনয় করেছেন রিতেশ দেশমুখ। অভিনয় মোটামুটি ভালো করলেও প্রথম কয়েকটা সিনেমার মতো নাচে এখনো অপারগ ফারনান্দেজ।
জ্যাকলিনের পরবর্তী সিনেমার জন্য কিছু বুগি নাচের স্টেপ শিখতে হবে। এ জন্য অনেক পরিশ্রম করছেন তিনি।
তবে জানা গেছে, আগের থেকে অনেক ভালো পারফরমেন্স এখন জ্যাকলিনের। দ্রুত নাচের স্টেপগুলো খুব ভালোভাবেই আয়ত্ত করছেন তিনি। আশা করা যাচ্ছে আগামীতে দর্শক তার নাচের প্রশংসাই করবেন।
সূত্র: মিড ডে
No comments