শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর রামপুরায় গতকাল সোমবার মেহেরুন্নেসা আলো (১০) নামের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আলো রামপুরার সাউথ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। পরিবারের সদস্যরা বলছেন, আলো আত্মহত্যা করেছে। তবে তাঁরা আত্মহত্যার কারণ জানাতে পারেননি।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পশ্চিম রামপুরার ২৮১/২/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত আলো। তার বাবা জসীম উদ্দীন কিছুদিন ধরে অসুস্থ। রামপুরা থানার পুলিশ জানিয়েছে, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
No comments