ভূগর্ভস্থ কেব্ল চুরি গুলশান এক্সচেঞ্জের এক হাজার টেলিফোন বন্ধ হয়ে গে
রাজধানীর গুলশান এক্সচেঞ্জের এক হাজার টেলিফোনের সংযোগ ভূগর্ভস্থ কেব্ল চুরির কারণে বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার ভোর থেকে এ সমস্যা দেখা দিয়েছে।
এ বিষয়ে বিটিসিএলের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় বনানী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সব টেলিফোন সেবা পুরোপুরি চালু করতে তিন থেকে চার দিন সময় লাগতে পারে।
গত রোববার দিবাগত রাতে বনানী ২৭ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ির সামনের ম্যানহোল থেকে ১৮ নম্বর সড়ক পর্যন্ত প্রায় ১৭২ মিটার লম্বা এক হাজার ৫০০ জোড়া ভূগর্ভস্থ কেব্ল চুরি হয়ে যায়। ফলে ওই এক্সচেঞ্জের প্রায় সব টেলিফোন সংযোগ পুরোপুরি অকেজো হয়।
No comments