রজনীগন্ধা মার্কেটে সোনার দোকানে চুরি



রাজধানীর কচুক্ষেত এলাকার রজনীগন্ধা মার্কেটে একটি স্বর্ণালংকারের দোকানের এক পাশের দেয়াল ভেঙে চুরি হয়েছে।
গত শনিবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে।
দোকানের মালিক শামসুল হক ভুঁইয়ার দাবি, সিন্দুকে প্রায় দেড় হাজার ভরির স্বর্ণালংকার ছিল, যার সবই চুরি হয়েছে।
ভাষানটেক থানার পুলিশ জানায়, রজনীগন্ধা মার্কেটের নিচতলার স্বর্ণালী জুয়েলার্সের মালিক শামসুল হক গতকাল সকালে দোকান খুলে দেখেন ভেতরের সবকিছু এলোমেলো। দোকানের এক পাশের দেয়ালের কিছু অংশ ভাঙা ছিল।

No comments

Powered by Blogger.