মনীষা কৈরালা ক্যান্সার আক্রান্ত
বলিউড জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালার ক্যান্সার ধরা পড়েছে। জরুরি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় বেশ কয়েকটি অনলাইন গণমাধ্যম বৃহস্পতিবার জানায়, ৩ দিন আগে তাকে মুম্বাইর জসলোক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মতে, সেখানে তার ক্যান্সার চিকিৎসা চলছে।
জানা গেছে, নভেম্বরের শুরুর দিকে মনীষা তার নিজ দেশের রাজধানী কাঠমাণ্ডুতে ছিলেন।
প্রসঙ্গত, সেখানে মনীষা তার নিজের জন্য নতুন বাড়ি বানাচ্ছেন।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের সুন্দরী শ্রেষ্ঠাদের অন্যতম, নেপালী কন্যা মনীষার শরীর-স্বাস্থ্য ভালো যাচ্ছে না।
বর্তমানে মনীষার মা সুষমা তার সঙ্গে আছেন।
বাবা প্রকাশ কৈরালা এবং ভাই সিদ্ধার্থ কৈরালার বৃহস্পতিবার রাতের মধ্যেই মুম্বাই পৌঁছানোর কথা।
মনীষার ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে, ক্যান্সার ধরা পড়ার পর মনীষা মোটেই ভেঙ্গে পড়েননি এবং সাহসের সঙ্গে এর মোকাবেলা করছেন।
বন্ধুদের মতে, ক্যান্সার বিরোধী যুদ্ধে তিনি বিজয়ী হবেন— এ বিশ্বাস মনীষার আছে।
প্রসঙ্গত, খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই’র সওদাগর ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পদার্পণ করেন মনীষা।
প্রসঙ্গত, সেখানে মনীষা তার নিজের জন্য নতুন বাড়ি বানাচ্ছেন।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউডের সুন্দরী শ্রেষ্ঠাদের অন্যতম, নেপালী কন্যা মনীষার শরীর-স্বাস্থ্য ভালো যাচ্ছে না।
বর্তমানে মনীষার মা সুষমা তার সঙ্গে আছেন।
বাবা প্রকাশ কৈরালা এবং ভাই সিদ্ধার্থ কৈরালার বৃহস্পতিবার রাতের মধ্যেই মুম্বাই পৌঁছানোর কথা।
মনীষার ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে জানা গেছে, ক্যান্সার ধরা পড়ার পর মনীষা মোটেই ভেঙ্গে পড়েননি এবং সাহসের সঙ্গে এর মোকাবেলা করছেন।
বন্ধুদের মতে, ক্যান্সার বিরোধী যুদ্ধে তিনি বিজয়ী হবেন— এ বিশ্বাস মনীষার আছে।
প্রসঙ্গত, খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই’র সওদাগর ছবির মাধ্যমে চলচ্চিত্রজগতে পদার্পণ করেন মনীষা।
No comments