চলচ্চিত্র

ভূতের ভবিষ্যৎ পরিচালক: অনিক দত্ত এই ছবিতে ভূতেরা দারুণ মজার। তারা ঝগড়া করে, ভালোবাসে, গান গায়, খায়, পিকনিকে যায়, প্রয়োজনে ফেসবুকেও ঢুঁ মারে! আবার বেগতিক দেখলে হালকা ভয়ও দেখায়। এসব ভূতের সঙ্গে বন্ধুত্ব করতে ইচ্ছা করে।
হোক না ওরা ভূত, তবু ওদের মাথা গোঁজার ঠাঁইগুলো একে একে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে যে কুৎসিত সব মল আর প্লাজা তৈরি হচ্ছে। হাসির আড়ালে লুকিয়ে অন্য বক্তব্য।

লেট আগস্ট, আরলি সেপ্টেম্বর
পরিচালক: অলিভার আসায়াস
এই চলচ্চিত্রের গল্প একদল তরুণ-তরুণীর, যারা বয়ঃপ্রাপ্তির প্রথম পর্বে রয়েছে। গল্প এগোয় কয়েকজন বন্ধু ও প্রেমিক-প্রেমিকার ভবিষ্যৎ-ভাবনা নিয়ে। একজন মনে করে, জীবনে ভালো থাকার জন্য ও সুখী হওয়ার জন্য প্রয়োজন একটা ভালো চাকরির। আরেকজন মনে করে, প্রেমিকার প্রতি আরও মনোযোগী হওয়া প্রয়োজন। অন্যদিকে, প্রেমহীন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে আরেক বন্ধু।
সূত্র: মুভি প্লাস, রাইফেলস স্কয়ার, ঢাকা।

No comments

Powered by Blogger.