স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে আরও এগোল ফিলিস্তিন
জাতিসংঘের ভোটে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়েছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে সাধারণ পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনের এই উত্তরণ ঘটে। পরিষদের সংখ্যাগরিষ্ঠ ১৩৮ সদস্যদেশের ভোটে নিজেদের পক্ষে রায় পেল ফিলিস্তিন।
এতে কূটনৈতিক পরাজয় হলো যুক্তরাষ্ট্রের।
নতুন মর্যাদার পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও এগিয়ে গেল ফিলিস্তিন। নতুন অবস্থানের ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো জাতিসংঘভুক্ত বেশ কটি সংস্থায় যোগ দিতে পারবে দেশটি।
আল জাজিরার খবরে বলা হয়, গতকালের ভোটে ফিলিস্তিনের বিপক্ষে ভোট পড়ে নয়টি। আর ৪১টি দেশ ভোটদানে বিরত থাকে।
সাধারণ পরিষদে ভোটাভুটির ফল প্রকাশিত হওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আজকের (গতকাল) দুর্ভাগ্যজনক ও নেতিবাচক সিদ্ধান্তে শান্তির পথে ফের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। এমনটি হবে জেনেই যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে।’
নতুন মর্যাদার পর পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও এগিয়ে গেল ফিলিস্তিন। নতুন অবস্থানের ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মতো জাতিসংঘভুক্ত বেশ কটি সংস্থায় যোগ দিতে পারবে দেশটি।
আল জাজিরার খবরে বলা হয়, গতকালের ভোটে ফিলিস্তিনের বিপক্ষে ভোট পড়ে নয়টি। আর ৪১টি দেশ ভোটদানে বিরত থাকে।
সাধারণ পরিষদে ভোটাভুটির ফল প্রকাশিত হওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আজকের (গতকাল) দুর্ভাগ্যজনক ও নেতিবাচক সিদ্ধান্তে শান্তির পথে ফের প্রতিবন্ধকতা সৃষ্টি হলো। এমনটি হবে জেনেই যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছে।’
No comments