অ্যাপস কর্নার- ক্যামস্ক্যানার
১.৬.০.২০১২১০০৬ ছবি, লেখা, দলিল, ডকুমেন্ট স্ক্যান করা, পিডিএফ করা, ফ্যাক্স করা ইত্যাদি কাজে ক্যামস্ক্যানার ব্যবহার করা হয়। এই অ্যাপ দিয়ে আপনার স্মার্টফোনটিকে ব্যবহার করা যাবে ঠিক একটি বহনযোগ্য স্ক্যানার ও ফ্যাক্স মেশিনের মতোই।
যেকোনো দরকারি বিজনেস কার্ড, রসিদ, বই, ম্যাগাজিনের পৃষ্ঠা ইত্যাদি স্ক্যান করতে পারবেন এটি দিয়ে। এ জন্য শুধু প্রয়োজনীয় ডকুমেন্টটির একটি ছবি তুলে নিন ফোনের ক্যামেরা দিয়ে এবং তা প্রয়োজনমতো প্রসেস করুন ক্যামস্ক্যানারে। সব ধরনের অপারেটিং সিস্টেমেই এটি ব্যবহার করা যাবে।এই অ্যাপ দিয়ে স্ক্যান করা ডকুমেন্ট ইচ্ছেমতো কেটে নেওয়াও (ক্রপ করা) যাবে। এরপর এটি বড় বা ছোট করে দেখা যাবে। এই ডকুমেন্ট ই-মেইল করা যাবে। চাইলে এটি জেপিজি বা পিডিএফ করে রেখেদিতে পারবেন গুগল ডকস, ড্রপবক্স ইত্যাদি মাধ্যমে।
এটি এখন বিনা মূল্যে পাওয়া যাচ্ছে। আকার ১০ মেগাবাইট (অ্যান্ড্রয়েড), ১৩.৪ মেগাবাইট (আইওএস)। বর্তমান সংস্করণ: ১.৬.০.২০১২১০০৬
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: http://goo.gl/hOa04
আইওএস: http://goo.gl/7s8PA
নির্মাতা প্রতিষ্ঠান: ইনটসিগ ইনফরমেশন কোম্পানি লিমিটেড
গ্রন্থণা: রুহিনা তাসকিন
No comments