নেপালে ঐক্যের সরকার গঠনের সময়সীমা শেষ
নেপালে জাতীয় ঐক্যের সরকার গঠনে বেঁধে দেওয়া এক সপ্তাহের সময় গতকাল বৃহস্পতিবার পার হয়ে গেছে। মাওবাদীদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার শেষ মুহূর্তে ঐক্যের সরকার গঠনে ব্যাপক প্রচেষ্টা চালায়। গতকাল দিনব্যাপী বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করে তারা।
তবে শেষ পর্যন্ত তারা মতৈক্যে পেঁৗছাতে পেরেছে কি না তা জানা যায়নি।
গত মে মাসে অন্তর্বর্তী পরিষদ ভেঙে যাওয়ার পর থেকেই ক্ষমতায় আছে মাওবাদী নেতৃত্বাধীন সরকার। সংবিধান রচনায় ব্যর্থ হওয়ার পর পরিষদটি ভেঙে দেন প্রেসিডেন্ট রাম বরণ যাদব। মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই শুরুতে ২২ নভেম্বর নির্বাচনের ডাক দিয়েছিলেন। তবে কার্যকর আইনি কাঠামোর অভাবে ভোট আয়োজন করা সম্ভব হয়নি। এরপর একটি ঐক্যের সরকার গঠনে এক সপ্তাহ সময় বেঁধে দেন প্রেসিডেন্ট। গতকাল স্থানীয় সময় বিকেল ৪টায় প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময় শেষ হয়। আগামী এপ্রিল-মে মাসে নির্বাচনের আয়োজন করার কথা এই নতুন সরকারের। ঐক্যের সরকার গঠনের লক্ষ্যেই মাওবাদীরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করে। তবে অন্য বিষয়ে ঐকমত্য এলেও মূল নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়। মাওবাদীরা বাবুরাম ভট্টরাইকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সূত্র : এএফপি।
গত মে মাসে অন্তর্বর্তী পরিষদ ভেঙে যাওয়ার পর থেকেই ক্ষমতায় আছে মাওবাদী নেতৃত্বাধীন সরকার। সংবিধান রচনায় ব্যর্থ হওয়ার পর পরিষদটি ভেঙে দেন প্রেসিডেন্ট রাম বরণ যাদব। মাওবাদী প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই শুরুতে ২২ নভেম্বর নির্বাচনের ডাক দিয়েছিলেন। তবে কার্যকর আইনি কাঠামোর অভাবে ভোট আয়োজন করা সম্ভব হয়নি। এরপর একটি ঐক্যের সরকার গঠনে এক সপ্তাহ সময় বেঁধে দেন প্রেসিডেন্ট। গতকাল স্থানীয় সময় বিকেল ৪টায় প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময় শেষ হয়। আগামী এপ্রিল-মে মাসে নির্বাচনের আয়োজন করার কথা এই নতুন সরকারের। ঐক্যের সরকার গঠনের লক্ষ্যেই মাওবাদীরা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা শুরু করে। তবে অন্য বিষয়ে ঐকমত্য এলেও মূল নেতৃত্ব নিয়ে সংকট তৈরি হয়। মাওবাদীরা বাবুরাম ভট্টরাইকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সূত্র : এএফপি।
No comments