আফগানিস্তানে ন্যাটো ঘাঁটিতে আত্মঘাতি হামলায় নিহত ১২
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ওয়ারদাক প্রদেশের সাইয়েদ আবদ জেলায় গতকাল শনিবার ন্যাটোর ঘাঁটি জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটজন সাধারণ নাগরিক ও চার আফগান পুলিশ রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।
ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর (আইএসএফ) মুখপাত্র জানিয়েছেন, হামলায় তাদের কোনো সদস্য হতাহত হয়নি। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র শহিদুল্লাহ শহিদ জানিয়েছেন, 'ট্রাকবোমাটি ছিল প্রচণ্ড ক্ষমতাসম্পন্ন। এতে ১২ জন নিহত ও ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।' গতকাল হামলার পরপরই তালেবান এ দায় স্বীকার করে জানিয়েছে, দুজন আত্মঘাতী এই হামলা চালিয়েছে। একজন হেঁটে গিয়ে হামলা চালায় আর অন্যজন বিস্ফোরকবোঝাই ট্রাকেই ছিল। এর আগে গত বছর ওয়ারদাক প্রদেশে তালেবানের গুলিতে একটি পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হলে ৩৮ সেনা নিহত হন। সূত্র : এপি, রয়টার্স
No comments