মেসির সামনে...

৭৩ গোল, ৮ হ্যাটট্রিক। গত মৌসুমের বার্সার এমন দুরন্ত ফর্মের প্লে-মেকার লিওনেল মেসিকে নিয়ে নতুন করে বলার আর কী আছে। বরং তাঁর সামনে রেকর্ডের ‘জমিন’টাই দেখে নিতে পারি আমরা। লিখেছেন রাজীব হাসান ইন্টারনেট জিনিসটায় বেশ মুগ্ধ হলেন লিওনেল মেসি।


বিশেষ করে গুগল তো রীতিমতো চমৎকৃত করল তাঁকে। গুগলকে মনে হলো আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ। যা চাও স্রেফ বার কয়েক ঘষা দাও, মানে যা খুঁজছ, লিখে স্রেফ সার্চ দাও। নিমেষেই হাজির।
পত্রিকা পড়ে পড়ে মেসি জেনেছেন, নতুন মৌসুম শুরুর আগ পর্যন্ত অজস্র রেকর্ড ভেঙেছেন। তাঁর নামের পাশে এবার এত্তবার ‘ভাঙা’ শব্দটা এসেছে, খেলাধুলার বাইরের লোক হয়তো মনে করবে, মেসি ছেলেটা সুবিধার নয় মোটেও। শুধু ভাঙাভাঙি করে!
মেসি খোঁজ নিতে চাইছিলেন কী কী রেকর্ড ভেঙেছেন আর কী কী রেকর্ড তাঁর ভাঙতে বাকি। খুঁজে নিতেই তাই গুগলের কাছে ধরনা দেওয়া। অনেক কিছুই হাজির হলো তাঁর সামনে। তথ্যের সমুদ্রে পড়ে গেলেন রীতিমতো। সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে আসল তথ্য বের করতে একটু কষ্টই করতে হলো।
না, ওপরের কল্পিত দৃশ্যটির মতো মেসির আসলে এত কষ্ট করার কিছুই নেই। কী কী রেকর্ড তাঁর ভাঙার অপেক্ষায় রেকর্ড বইয়ে উসখুস করছে, মেসির হয়ে আমরাই তা খুঁজে বের করেছি। মেসি শুধু কষ্ট করে বাংলা এই লেখাটা স্প্যানিশে অনুবাদ করে নেবেন। তাতেই চলবে!
গত মৌসুম ছিল এই ২৪ বছর বয়সীর আশ্চর্য ফলবতী মৌসুম। শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন মেসি। করেছেন ৭৩ গোল, যেটি বিশ্বরেকর্ড।
রেকর্ড টানা তিনবারের ফিফা বর্ষসেরা (ফিফা বর্ষসেরা ও ফিফা-ব্যালন ডি’অর) মেসি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে করেছেন ১৪ গোল। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও এটি। মেসি ভেঙেছেন ইউরোপীয় মৌসুমে সবচেয়ে বেশি গোল করা জার্ড মুলারের ৬৭ গোলের রেকর্ড, ভেঙেছেন এক মৌসুমে ক্লাবের হয়ে আর্চি স্টার্কের ৭০ গোলের বিশ্বরেকর্ডও।
চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোলের রেকর্ড গড়েছেন। সবচেয়ে কম বয়সে লা লিগায় ১৫০ গোল করার কীর্তি গড়েছেন। বার্সেলোনার হয়ে অফিসিয়াল ম্যাচে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটিও এখন তাঁর ২৫৮। এক মৌসুমে স্প্যানিশ লিগে গোলের ফিফটি করা ইতিহাসের প্রথম খেলোয়াড়ও তিনি। গত মৌসুমে হ্যাটট্রিক করেছেন আটটি, যা নতুন রেকর্ড।
এতক্ষণ মেসির অর্জনগুলোর লম্বা ফিরিস্তি শুনলেন। এবার জেনে নিন বার্সেলোনার হয়ে কোন কোন রেকর্ডটি এখনো তাঁর স্পর্শের বাইরেই আছে। সেই সঙ্গে স্প্যানিশ লিগেও কোন রেকর্ডগুলোতে মেসি চোখ রাখতে পারেন, সেই তালিকাও দিয়ে দেওয়া হলো।

বার্সেলোনা ও লা লিগা
সর্বকালের রেকর্ড মেসির অবস্থান
বার্সার হয়ে সর্বোচ্চ ম্যাচ জাভি: ৬৩৩ ৩৩২
বার্সার হয়ে লিগে সর্বোচ্চ গোল সিজার রদ্রিগেজ: ১৯২ ১৭৩
বার্সার হয়ে সর্বোচ্চ গোল (প্রীতি ম্যাচসহ) পাউলিনো আলকানতারা: ৩৬৯ ২৫৯
বার্সার হয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোল হুয়ান গাম্পার: ৯ ৫
বার্সার হয়ে সর্বোচ্চ লিগ জয় জাভি, গার্দিওলা, আন্তোনি রামালেটস: ৬টি ৫টি
লা লিগায় সর্বোচ্চ ম্যাচ আন্দোনি জুবিজারেত্তা: ৬২২ ২১৪
সবচেয়ে বেশি লা লিগা শিরোপা ফ্রান্সিকো জেন্তো: ১২ ৫
লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা টেলমো জারা: ২৫১ ১৭৩
লা লিগার এক ম্যাচে সর্বোচ্চ গোল লাজলো কুবালা, অগাস্টিন সুটো আরানা: ৭ ৪

এবার জেনে নিন বার্সেলোনা ও চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপীয় পর্যায়ে যে রের্কডগুলো মেসি ভাঙতে পারেননি, সেই তালিকা:
বার্সার হয়ে সর্বোচ্চ চ্যাম্পিয়নস লিগ ট্রফি: ৩—ইনিয়েস্তা, জাভি, পুয়োল, ভালদেস, মেসি—৩
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ: ১৪৪—রাউল, মেসি—৬৭
সর্বোচ্চ ইউরোপিয়ান কাপ/ চ্যাম্পিয়নস লিগ ট্রফি: ৬—ফ্রান্সিসকো জেন্তো, মেসি—৩
চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: ৭১—রাউল, মেসি—৫১
ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: ৭৩—রাউল, মেসি—৫২
চ্যাম্পিয়নস লিগে বেশি বার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার: ৪—জার্ড মুলার, মেসি—৪
ইউরোপিয়ান কাপের এক মৌসুমে সর্বোচ্চ গোল: ১৪—হোসে আলতাফিনি, মেসি—১৪
ইউরোপিয়ান কাপ/ চ্যাম্পিয়নস লিগের এক ফাইনালে সর্বোচ্চ গোল: ৪—ডি স্টেফানো, মেসি—২
ইউরোপিয়ান কাপ/ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মোট গোল: ৮—ফেরেঙ্ক পুসকাস, মেসি—২
চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হ্যাটট্রিক: ৩—ফিলিপ্পো ইনজাগি, মারিও গোমেজ, মাইকেল ওয়েন, মেসি—৩

আর্জেন্টিনা ও আন্তর্জাতিক রেকর্ড
ক্লাবের হিসাব তো গেল। এবার জাতীয় দল ও মেসির আন্তর্জাতিক রেকর্ড। এই জায়গায় এসে মেসি নিজেও লজ্জায় চক্ষু মুদিবেন। কারণটা তো জানা কথাই। ক্লাবের হয়ে তিনি যতটা উজ্জ্বল, জাতীয় দলের হয়ে বা আন্তর্জাতিক অঙ্গনে তিনি ততটাই টিমটিমে আলোয় জ্বলা ৫-১০ ওয়াটের টাংস্টেন বাল্ব!
সর্বকালের রেকর্ড মেসির অবস্থান
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ হাভিয়ের জানেত্তি: ১৪৫ ৭১
আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল গ্যাব্রিয়েল বাতিস্তুতা: ৫৬ ২৭
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ লোথার ম্যাথাউস: ২৫ ৮
বিশ্বকাপে সর্বোচ্চ গোল রোনালদো (ব্রাজিল): ১৫ ১
সর্বোচ্চ বিশ্বকাপ জয় পেলে: ৩ ০
বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোল জ্যঁ ফন্টেইন: ১৩ ১
সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা আন্তোনিও কারবাজাল, ম্যাথাউস: ৫ ২
কোপা আমেরিকার সর্বোচ্চ গোল নরবার্তো মেন্ডেজ, জিজিনহো: ১৭ ২
সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ আহমেদ হাসান: ১৮৪ ৭১
সর্বোচ্চ আর্ন্তজাতিক গোল আলী দাইয়ি: ১৪৯ ২৭

শেষ কথা
এর মধ্যে কিছু কিছু রেকর্ড মেসি ভাঙতে না পারলেও স্পর্শ করতে পেরেছেন। এমন অনেক রেকর্ড আছে যেগুলো তাঁর নাগালের মধ্যে, চলতি মৌসুমে কিংবা তার পরের মৌসুমে ভেঙে ফেলবেন। আবার এমন কিছু রেকর্ড আছে যেগুলো অনেক দূরের পথ। পাঁচটি বিশ্বকাপ খেলা হয়তো সম্ভব হবে, কিন্তু তিনটি বিশ্বকাপ মেসি জিততে পারবেন কি না সেই প্রশ্নের উত্তর আপাতত অন্য সৌরালোকে। এখানে পেলে কিন্তু মেসির দিকে তাকিয়ে মুখ টিপে হাসবেন। ব্রাজিল কিংবদন্তি তো সেই কবে সর্বকালের সেরা হওয়ার জন্য মেসিকে দুটো শর্ত দিয়েছে: তিনটি বিশ্বকাপ জয় এবং এক হাজার ২৮১টি গোল!

No comments

Powered by Blogger.