কবিতা-টানা বৃষ্টি by আবু সাইদ কামাল

দক্ষিণ আকাশ ঢেকে গেছে
কালো মেঘে আঁধার করে
টানা বৃষ্টি নামলে


সহসা না থামলে
বৃষ্টিবন্দী থাকবে ঘরে।

ছোট্ট খুকির যদিও তাড়া
স্কুলে যাবে ছাতা ছাড়া!
খ্যান খ্যান করে রাগে
মনেতে জেদ জাগে
আম্মুর ডাকে দেয় না সাড়া।

ওসব শুনে আব্বু বলে,
বৃষ্টি মুখর এমন দিনে
নাই বা বাইরে গেলে
আমি সময় পেলে
আজই দেবো ছাতা কিনে।

বর্ষা এল তাই
রওশন মতিন

পা পিছলে গড়িয়ে পড়ে
দুষ্টু ছেলে কদমতলে,
বৃষ্টি নাচে, বর্ষা নাচে
বানভাসিদের চোখের জলে।

কদম ফুলের গন্ধে
বৃষ্টি নাচের ছন্ধে
মেঘের বাজে ডঙ্কা
বানভাসিদের শঙ্কা।

বর্ষা ঋতুর রঙ্গে
পাহাড় ধ্বসের সঙ্গে
বানভাসিদের চিত্র,
বর্ষা যেন কেমন তরো মিত্র।

তারপরে এই সোনার দেশ
সবুজ হাসির নেই যে শেষ,
বর্ষা এল তাই
এই জীবনে ছন্দ ফিরে পাই।



বৃষ্টি ভিজি
তাহমিনা কোরাইশী

এই তো আমি এইখানে
আকাশ ভেঙ্গে আয়
মাথার ওপর জলদ মেঘ
বজ্র মাদল বাজায়।

ঝুম বৃষ্টি ঝম ঝম
পাড়ার ছেলে আয়
দল বেধে সব বৃষ্টি ভিজি
ঘাসের নূপুর পায়।

জল থৈ থৈ পুকুর ডোবা
উপছে পড়ে পানি
কত যে জল ঐ আকাশে
হিসেব কি তার জানি!

ডোবার ধারে বেঙের ছা
হাবুডুবু খায়
বৃষ্টি জলে ঘ্যাঙর ঘ্যাঙর
সারা আঙ্গিনায়।

No comments

Powered by Blogger.