ক্লিনটনের সঙ্গে
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের গোয়েন্দা ইউনিটের সদস্যরা বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন? কথাটি যেন কেমন শোনালেও সম্প্রতি এমটিই ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে। এই অবিশ্বাস্য ঘটনাটি পূর্ব পরিকল্পিত কোন কিছু ছিল না। অনেকটা কাকতালীয়ভাবেই ঘটেছে বিষয়টি।
ডাবলিনে তখন শূটিং চলছিল বলিউডের ‘এক থা টাইগার’ ছবির। শূটিং চলাকালে আয়ারল্যান্ডের শেলবোর্ন হোটেলে উঠেছিলেন সালমান খান। ঘটনাচক্রে সে সময় আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন যুক্তরষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। কাকতালীয়ভাবে যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলালির স্বামীর থাকার ব্যবস্থাও করা হয় ঐ শেলবোর্ন হোটেলে। শুধু তা-ই নয়, হোটেলের একই তলায় পাশাপাশি থেকেছেন ক্লিনটন ও সালমান। বলিউড তারকাকে এক নজর কাছ থেকে দেখার জন্য সময়ে-অসময়ে হোটেলে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করতেন সালমান-ভক্তরা। বিষয়টি উদ্বিগ্ন করে তোলে ক্লিনটনের দেহরক্ষীদের। সাবেক প্রেসিডেন্টের আশপাশে যাতে কেউ ঘেঁষতে না পারেন, সেটা নিশ্চিত করতে সালমানের নিরাপত্তার দায়িত্বও কাঁধে তুলে নেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আর এমনটা চলে টানা তিন দিন। কারণ ক্লিনটন ওই তিন দিন আয়ারল্যান্ডে অবস্থান করেছেন। এ প্রসঙ্গে ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খান ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বাধ্য হয়েই সালমানের ব্যক্তিগত নিরাপত্তা দিতে হয়েছে বিল ক্লিনটনের দেহরক্ষীদের। ঘটনাটি ছিল অবিশ্বাস্য। খবর ওয়েবসাইটের।
No comments