এক নম্বর ব্যক্তির ছায়া থাকায় বুয়েটের ভিসি পদত্যাগ করেননি: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমান সরকার বুয়েটকেও দলীয়করণ করেছে। যার ফলে সেখানকার শিক্ষাব্যবস্থা এখন ভেঙে পড়েছে। ২৫ জন শিক্ষক স্বেচ্ছায় পদত্যাগ করলেও উপাচার্য (ভিসি) পদত্যাগ করেননি। কারণ, তাঁর ওপর সরকারের এক নম্বর ব্যক্তির ছায়া রয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রামদা, চাপাতির মহড়ার কারণে শিক্ষাব্যবস্থা নিম্নমুখী হয়ে গেছে। যে বিশ্ববিদ্যালয়কে আমরা আইডল মনে করতাম, তা-ও এখন সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা আমরা সাধুবাদ জানাই। তবে তার আগে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ বাংলাদেশ পিপলস লীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি গরীব নেওয়াজ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়েছেন, তা আমরা সাধুবাদ জানাই। তবে তার আগে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’ বাংলাদেশ পিপলস লীগের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সভাপতি গরীব নেওয়াজ।
No comments