সত্যিকারের সবজান্তা-বিবিধ

 অ্যানথ্রাক্সের ভাইরাস এক দশক থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। মাটির নিচেই এই ভাইরাসের জন্ম।  বেশির ভাগ নক্ষত্রই ১ থেকে ১০ বিলিয়ন বছরের পুরোনো।এযাবৎ আবিষ্কৃত সবচেয়ে পুরোনো নক্ষত্রটির নাম HE ১৫২৩-০৯০১। এটি ১৩ দশমিক ২ বিলিয়ন বছরের পুরোনো।


 এডমন্ড হ্যালি সর্বপ্রথম আমাদের কাছাকাছি অবস্থিত এক জোড়া স্থির নক্ষত্রের সঠিক গতি পরিমাপ করে তা প্রকাশ করেছিলেন।
 সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় তিন বিলিয়ন কাপ চা পান করা হয়। পানির পর চা-ই বিশ্বের জনপ্রিয়তম পানীয়। তিব্বতে চা-কে পবিত্র পানীয় হিসেবে গণ্য করা হয়।
 ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৩ সালে প্রথম টেলিভিশনের ছবি দূরে পাঠাতে সক্ষম হন। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় ১৯৪০ সালে।
 ১৯৪৮ সালে প্রথম টেলিভিশন রিমোট কন্ট্রোল আবিষ্কৃত হয়। তখন এর নাম ছিল টেলিজুম।
সূত্র: উইকিপিডিয়া ও ফান ফ্যাক্টস

No comments

Powered by Blogger.