সত্যিকারের সবজান্তা-বিবিধ
অ্যানথ্রাক্সের ভাইরাস এক দশক থেকে শুরু করে ১০০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। মাটির নিচেই এই ভাইরাসের জন্ম। বেশির ভাগ নক্ষত্রই ১ থেকে ১০ বিলিয়ন বছরের পুরোনো।এযাবৎ আবিষ্কৃত সবচেয়ে পুরোনো নক্ষত্রটির নাম HE ১৫২৩-০৯০১। এটি ১৩ দশমিক ২ বিলিয়ন বছরের পুরোনো।
এডমন্ড হ্যালি সর্বপ্রথম আমাদের কাছাকাছি অবস্থিত এক জোড়া স্থির নক্ষত্রের সঠিক গতি পরিমাপ করে তা প্রকাশ করেছিলেন।
সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় তিন বিলিয়ন কাপ চা পান করা হয়। পানির পর চা-ই বিশ্বের জনপ্রিয়তম পানীয়। তিব্বতে চা-কে পবিত্র পানীয় হিসেবে গণ্য করা হয়।
ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৩ সালে প্রথম টেলিভিশনের ছবি দূরে পাঠাতে সক্ষম হন। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় ১৯৪০ সালে।
১৯৪৮ সালে প্রথম টেলিভিশন রিমোট কন্ট্রোল আবিষ্কৃত হয়। তখন এর নাম ছিল টেলিজুম।
সূত্র: উইকিপিডিয়া ও ফান ফ্যাক্টস
সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় তিন বিলিয়ন কাপ চা পান করা হয়। পানির পর চা-ই বিশ্বের জনপ্রিয়তম পানীয়। তিব্বতে চা-কে পবিত্র পানীয় হিসেবে গণ্য করা হয়।
ব্রিটিশ বিজ্ঞানী জন লগি বেয়ার্ড ১৯২৩ সালে প্রথম টেলিভিশনের ছবি দূরে পাঠাতে সক্ষম হন। বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয় ১৯৪০ সালে।
১৯৪৮ সালে প্রথম টেলিভিশন রিমোট কন্ট্রোল আবিষ্কৃত হয়। তখন এর নাম ছিল টেলিজুম।
সূত্র: উইকিপিডিয়া ও ফান ফ্যাক্টস
No comments