রাশিয়ায় আকস্মিক বন্যা, ৯৯ জনের প্রাণহানি
রাশিয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯৯ জন। বন্যার ফলে দক্ষিণাঞ্চলীয় ক্রাস্নোদর এলাকায় প্রায় ১৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এ অঞ্চলে এটিই সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।
পুলিশের আঞ্চলিক মুখপাত্র ইগোর ঝেলিয়াবিন গতকাল শনিবার জানান, ক্রিমস্ক জেলায়ই ৬৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কৃষ্ণ সাগরীয় পর্যটন শহর গেলেন্দঝিকে মারা গেছে ৯ জন। এ ছাড়া বন্দরনগরী নোভোরোস্লিকে দুইজন মারা গেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে উদ্ধার করতে ও তাদের ত্রাণ সহায়তা দিতে রাজধানী মস্কো থেকে বিমান, হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ তো উদ্ধারতৎপরতা চালাচ্ছেই। ঝেলিয়াবিন জানান, ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বন্যার পানির তোড়ে কোথাও কোথাও রাস্তার ট্রাফিক লাইটের খুঁটিও উপড়ে গেছে বলে তিনি জানান।
স্থানীয় অধিবাসীরা জানান, গভীর রাতে অনেকটা আকস্মিকভাবেই তাঁদের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। হঠাৎ নিজেদের পানিবন্দি অবস্থায় আবিষ্কার করে তাঁরা হতভম্ব হয়ে পড়েন। কোনো কোনো অঞ্চল পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সূত্র : এএফপি, বিবিসি।
স্থানীয় অধিবাসীরা জানান, গভীর রাতে অনেকটা আকস্মিকভাবেই তাঁদের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়। হঠাৎ নিজেদের পানিবন্দি অবস্থায় আবিষ্কার করে তাঁরা হতভম্ব হয়ে পড়েন। কোনো কোনো অঞ্চল পাঁচ ফুট পানির নিচে তলিয়ে গেছে। সূত্র : এএফপি, বিবিসি।
No comments