বিএনপির সংসদীয় প্রতিনিধি দল বিশ্বনাথে
স্টাফ রিপোর্টার:বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপির সংসদীয় কমিটির একটি প্রতিনিধিদল এখন সিলেটের বিশ্বনাথে। আজ সকাল ১১টার দিকে সিলেট থেকে দলটি বিশ্বনাথের উদ্দেশে রওয়ানা হয়। সেখানে ইলিয়াস আলী সন্ধান দাবিতে হরতালে নিহত সেলিম, মনোয়ার ও ইলিয়াস আলীর গাড়ি চালকের বাড়িতে যান তারা। এ সময় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। দুপুরের দিকে বিশ্বনাথের সংঘর্ষস্থল, বিশ্বনাথ সদর ও বিশ্বনাথ থানা হেড কোয়াটার পরিদর্শন করেন তারা। তাদের সঙ্গে চার জন এমপি রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে রয়েছেন সিলেট বিএনপি মহানগর সভাপতি এম এ হক। প্রথমে প্রতিনিধি দল এম. ইলিয়াস আলীর বাড়িতে যান। এ সময় তারা এম ইলিয়াস আলীর মা সূর্যবান বিবির সঙ্গে কথা বলেন ও তাকে সমবেদনা জানান। পরে তারা নিখোঁজ গাড়িচালক আনসার আলীর বাড়িতে যান ও তার স্বজনদের সঙ্গে কথা বলেন। ঙ্গ্রতিনিধি দলের সদস্যরা গত ২৩ শে এপ্রিল বিশ্বনাথে পুলিশের গুলিতে নিহত ৩ বিএনপি কর্মীর কবরও জিয়ারত করেন। চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন একেএম হাফিজুর রহমান এমপি, নজরুল ইসলাম মনজু এমপি, আশরাফ উদ্দিন নিজান এমপি ও শাম্মি আক্তার এমপি। এছাড়া, বিএনপি’র বেশ কয়েক জন কেন্দ্রীয় নেতা এ সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক বলেন, সরকারের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলে, তাদেরকেই গুম করে। এম. ইলিয়াস আলী টিপাই মুখ বাঁধের বিরুদ্ধে সিলেটে আন্দোলন গড়ে তোলার কারণেই তাকে সরকার গুম করেছে। তিনি অবিলম্বে এম. ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীর সন্ধানের দাবি জানান।
No comments