ক্যাম্পাস সংবাদ-বিইউবিটিতে ‘ভাষা শিক্ষা ও শিক্ষণের প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনার

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ভাষা শিক্ষা ও শিক্ষণের প্রতিবন্ধকতা সম্পর্কিত এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “আধুনিক ভাষা ইনস্টিটিউট” এর অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা প্রধান বক্তার ভূমিকা পালন করেন এবং


বিইউবিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাহের মজুমদার সভাপতির দায়িত্ব পালন করেন। অধ্যাপক মনসুর মুসা ভাষা শিক্ষা ও শিক্ষণের প্রতিবন্ধকতার সম্পর্কে তাত্ত্বিক, ঐতিহাসিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেন। তিনি আমাদের দেশে বর্তমানে বিরাজমান “দ্বি-ভাষা” (বাংলা ও ইংরেজী) কেন্দ্রিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি দ্বিতীয় ভাষা ও বিদেশী ভাষার মধ্যে পার্থক্য নিরূপণ করেন এবং এ বিষয়ে মত প্রকাশ করেন যে, আমাদের দেশে ইংরেজী দ্বিতীয় ভাষা নয় বরং বিদেশী ভাষা হিসেবে প্রচলিত। তিনি ভাষা শিক্ষণ ও ভাষা আত্মিকরণের উপর আলোকপাত করেন এবং আমাদের জন্য বাংলা আত্মিকরণ কেন তুলনামূলকভাবে সহজ এবং ইংরেজী বিদেশী ভাষা হিসেবে শিক্ষার ক্ষেত্রে সমস্যা সমূহ তুলে ধরেন। তিনি ইংরেজী ভাষাকে গঠন নির্ভর (ঝঃৎঁপঃঁৎব চৎবংবৎারহম খধহমঁধমব) এবং বাংলাকে সর্বনাম উহ্য (চৎড়ফৎড়ঢ়) ভাষা হিসেবে আখ্যায়িত করেন। তিনি আরো বলেন যে বিদেশী ভাষা শিক্ষা সবসময়ই সমস্যায় পরিপুর্ণ এবং মাতৃ ভাষার প্রভাব মাথায় রেখে উপযুক্ত কৌশল সমূহ প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন যে বর্তমানে ইংরেজী শিক্ষার যে পদ্ধতি আমরা অবলম্বন করছি তা ক্রুটিপুর্ণ এবং এর উপযুক্ত প্রতিকার মূলক ব্যবস্থা গ্রহণ না করলে আমাদের ইংরেজী শিক্ষার প্রচেষ্টা সফল হবে না। তাঁর মতামতকে আরো জোরালো করার জন্য পরিশেষে তিনি বাংলা ও ইংরেজী ভাষার বিভিন্ন ভাষাগত বিষয়ের তুলনা মূলক চিত্র তুলে ধরেন এবং এতে বিদ্যমান সমস্যা সমূহ সমাধান করার উপায়গুলো উলেখ করেন।
ক্যাম্পাস প্রতিবেদক

No comments

Powered by Blogger.