সংস্কৃতির মেলবন্ধনে আবেগের বান এনেছেন ড. রোমী দাশগুপ্তা by সমুদ্র হক

বাঙালীর শেকড়ের সংস্কৃতির অঙ্গনে কোন বিভাজন তিনি মনে করেন না। দুই বাংলার মানুষের মধ্যে সংস্কৃতির যে মেলবন্ধন তা হৃদয়স্পশর্ী হয়ে চির অমস্নান থাকবে, এমনটি মনে করেন ড. রোমী দাশগুপ্তা। কানত্মির চোরা স্রোত পেরিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির পথ প্রসারে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ড. রোমী দাশগুপ্তা বাংলাদেশে


এসেছিলেন ২৩ ডিসেম্বর ২০০৯। ছিলেন এক সপ্তাহ। এরই মধ্যে বগুড়া, চট্টগ্রাম ও ঢাকার মঞ্চে পরিবেশিত হয় শ্রী অরবিন্দের কালজয়ী মহাকাব্য নিয়ে রচিত গীতি নাট্য 'সাবিত্রী'। এই গীতি নাট্যে তিনি অভিনয় করেছেন মূল চরিত্রে সাবিত্রীর ভূমিকায়। শিশু বেলায় নাচের প্রতি আগ্রহ থেকে কিশোরী বয়সে নাচ শেখেন প্রখ্যাত নৃত্য শিল্পী গীরিধারীর কাছে। নাচের ধ্রম্নপদী ডানায় পাখনা মেলতে তার সময় লাগেনি। রপ্ত করেন উরিষী নাচও। এরপর সাধনায় এগিয়ে যান শিল্পের ভুবনে। নাচের শিল্পী অভিনয় করবেন এমনটি ভাবেননি তিনি। সৃজনে যার আনন্দ, সংস্কৃতির বন্ধনে যার আবেগের বান, তাকে কি ধরে রাখা যায়! সময়ই তাকে পথ চিনিয়ে এগিয়ে নিয়ে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের শিৰাথর্ী রোমী মাস্টার্স পাঠ শেষে গবেষণা করেন জুললি নিয়ে। সুপারি ও মসলার ওপর গবেষণা করে ২ হাজার ৮ সালে পান ডক্টরেট ডিগ্রী। শিৰাথর্ী থাকাকালীন সময় থেকে কিছু সময় ধার নিয়ে সাংস্কৃতিক কর্মকা-ে পদচারণা শুরম্ন করেন। বাবা কলকাতার সাংবাদিক অমল দাশগুপ্ত মেয়ের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগান। রবীন্দ্র জন্মজয়নত্মির অনুষ্ঠানগুলোতে আবির্ভাব ঘটে এক নতুন শিল্পীর। রবীন্দ্রভারতীয় অনুষ্ঠানগুলোতে নিজ যোগ্যতায় ড. রোমী আসন করে নেন। রবীন্দ্র নৃত্য নাট্য চিত্রাঙ্গদা, শাপ মোচন, দেবযানীতে ড. রোমীর অভিনয় প্রশংসা কুড়ায় সকল মহলে। কলকাতা দূরদর্শনে রবীন্দ্রকাব্যের গীতিআলেখ্যে তিনি অংশ নিয়ে টেলিভিশন দর্শকদের কাছে পেঁৗছে যান। নান্দনিকতার স্পন্দনে তার এই পথ পরিক্রমায় নজর কারতে সৰম হন শ্রী অরবিন্দ মিউজিক কলেজের। নৃত্য নাটক ও সঙ্গীতের এই মিউজিক কলেজে গবেষণা কর্মের এক পর্যায়ে শ্রী অরবিন্দের কালজয়ী মহাকাব্য 'সাবিত্রী'র মূল থিম নিয়ে নাট্য রূপ দেন ডা. জগন্ময় বন্দ্যোপাধ্যায়। কঠিন চরিত্র সাবিত্রীর ভূমিকায় কে অভিনয় করবে এমন ভাবনা পেয়ে বসে তাদের। মুহূর্তেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের আয়োজন রবীন্দ্র গীতিকাব্য চিত্রাঙ্গদা, শাপ মোচনের কথা মনে পড়ে মিউজিক কলেজের। ড. রোমী দাশগুপ্তা নির্বাচিত হন সাবিত্রী চরিত্রের জন্য। সামান্য অনুশীলনের পর সফল অভিনয় ড. রোমীকে নিয়ে যায় সংস্কৃতির নতুন বলয়ে। যে ধ্রম্নপদী সুরের সাগর পাড়ি দিয়ে নতুন জগতের সন্ধান পেলেন তিনি। এক বোন এক ভাইয়ের বড় ড. রোমী ততদিনে শিৰকতায় নাম লিখিয়েছেন। এশিয়ার অন্যতম কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে শিৰকতার পাশাপাশি সংস্কৃতির অঙ্গনে নিঃশব্দ পারাপার তাকে শিল্পের ভুবনে এনে দিয়েছে নতুন মাত্রা। সংস্কৃতির বাতায়ন খুলে মানুষে মানুষে মমত্ববোধের যে ধারা রচিত হয় সেই পথেই পা ফেলেছেন। বললেন, সাংস্কৃতিক বন্ধনের যে সৌন্দর্যময় তা অনুভবেরও। বাংলাদেশে এসে এ দেশের মানুষের মধ্যে যে আনত্মরিকতার পরশ তিনি খুঁজে পেয়েছেন তা বাঙালীর সংস্কৃতির শেকড়কে আরও শক্ত করবে। দুই বাংলার সাংস্কৃতিক কর্মকা- বিনিময় করে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও গাঢ় করা সম্ভব, এমনটি মনে করেন তিনি। বাংলাদেশে সাবিত্রী গীতিনাট্য মঞ্চস্থ করার সময় দর্শকদের যে সাড়া পেয়েছেন তাতে মনে হয়েছে, এ যেন গ্রহ নৰত্রের কারম্নকার্যে ভরা আকাশ। যে আকাশ মেলে ধরেছে বাঙালীর সংস্কৃতির শেকড়কে, যা দেখতে পারছে বিশ্ব। এই শেকড় সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন এনে দেয়। সাবিত্রী গীতি নাট্যের মর্মবাণী, মানুষই পারে অাঁধার ঘুচিয়ে আলোর পথ আনতে। ড. রোমীর ইচ্ছা সকল অাঁধার পেরিয়ে মানুষ আসুক আলোর পথে। সংস্কৃতির ধারায় মানব কল্যাণে প্রয়াসী হোক।

No comments

Powered by Blogger.