সেবাই যাদের ধর্ম by তৌফিক অপু
কনকনে হিমেল হাওয়া। জনজীবন স্থবির হওয়ার
উপক্রম। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক পথচলা। ভোরের কুয়াশা ম্লান হতেই যেন পুরো
দিন কেটে যায়। ঘনিয়ে আসে সন্ধ্যা।
তীব্রতা বেড়ে যায়
শীতের। ঘর থেকে বাইরে থাকাটাই যেখানে কষ্টকর সেখানে খোলা আকাশের নিচে রাত
কাটাচ্ছে হাজার হাজার মানুষ। যাদের কোন রকমে মাথা গোজার ঠাঁই আছে তাদেরও
যেন স্বস্তি নেই। বেড়ার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে হু হু করে শীতল বাতাস। সৃষ্টি
হয় মানবেতর অবস্থার। মানুষগুলোর করুণ দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই যেন
করার নেই। কারণ তীব্র এ শীত মোকাবেলা করার পর্যাপ্ত বস্ত্র তাদের সঙ্গে
নেই। অবিশ্বাস্য হলেও ব্যাপারটি সত্যি। গ্লেবালাইজেশনের যুগে বিশ্বের সঙ্গে
তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। উন্নয়নশীল দেশ হিসেবে নাম লিখিয়েছি আমরা।
বাড়ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। এতসব কিছুর ভিড়েও মাঝে মাঝেই উঁকি দেয় এই
দৃশ্যগুলো। যা সত্যিকার অর্থেই পীড়াদায়ক। যা একটা সমাজের জন্য কোনভাবেই
কাম্য নয়। কেউ শীতকে উপভোগ করছে আর কেউ শীতে কাতরাচ্ছে এটা কোন দেশের জন্যই
কাম্য নয়। আর ব্যবধান ঘোচাতে বেশকিছু সেচ্ছাসেবী দল নিরলস কাজ করে যাচ্ছে।
এদের সঙ্গে এগিয়ে এসেছেন সমাজের বিত্তবানরাও। তেমনি একটি সংগঠন হচ্ছে
স্কাউটস। সেবাই যাদের ধর্ম। মানুষের বিপদে আপদে কিংবা দেশের স্বার্থে
অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ স্কাউটস। স্বাধীনতার পরপরই বাংলাদেশ
স্কাউটস এর সূচনা। একটু একটু করে বেড়েছে এর পরিধি। সৃষ্টি হয়েছে বিভিন্ন
অঙ্গ সংগঠনের। তেমনি একটি সংগঠন আইডিয়াল মুক্ত স্কাউটস গ্রুপ। বাংলাদেশ
স্কাউটসের তত্ত্বাবধানে পরিচালিত এ সংগঠনের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ
স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার জনাব আবুল কালাম আজাদ। সেবার আদর্শে
আদর্শিত করতে নিরলস কাজ করে যাচ্ছেন বাংলাদেশ স্কাউটসের এ্যাডাল্ট বিসোর্স
বিষয়ক সভাপতি জনাব আফজাল হোসেন। সেবার তাগিদেই আইডিয়াল মুক্ত স্কাউটস গ্রুপ
কনকনে এই শীতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়। সে ধারাবাহিকতায় গত ২৫
জানুয়ারি জামালপুর, সরিষাবাড়ির চরাঞ্চল পিংনাতে শীতবস্ত্র বিতরণ করে থাকে।
যমুনা নদীর তীর ঘেঁষা এ অঞ্চলেন অধিবাসীরা মানবেতর জীবন যাপন করে থাকে। বলা
যায় সভ্য জগত থেকে অনেকটা দূরে। স্কাউটস এর পক্ষ থেকে শীত বস্ত্র পেয়ে
চোখে পানি এসে গেছে। সমাজের বড় বড় মানুষের হাত যাদের কাছে পৌঁছাতে পারেনি
সেখানে একটি সংগঠনের সেবায় তার আপ্লুত। এ প্রসঙ্গে আইডিয়ালমুক্ত স্কাউটস
গ্রুপের আর এস এল মনিরুল ইসলাম রিয়াজ এবং আকমল হোসেন জানান, স্কাউটস একটি
মানুষের নীতি ও আদর্শের ভিত শক্ত করে। মানুষকে ভালবাসতে শেখায়। সুযোগ করে
দেয় মানুষের পাশে থেকে তাদের সেবা করার। সে লক্ষ্যেই এই শীতবস্ত্র বিতরণ।
সেবাই আমাদের মূলমন্ত্র। এবং এ মন্ত্রে দীক্ষিত হয়ে কাটাতে চাই বাকি জীবন।
মানুষের পাশে কাজ করার মানসিকতা সবার মাঝে তৈরি হয় না। আবার অনেকের সুযোগ
মেলে না মানুষের সেবা করার। স্কাউটস সে দিক থেকে পথ প্রদর্শক।
No comments