সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদকে তলব
আদালত সম্পর্কে লেখা একটি প্রবন্ধের বিষয়ে ব্যাখ্যা দিতে সুপ্রিম কোর্টের
সাবেক রেজিস্ট্রার ও সাবেক জেলা জজ ইকতেদার আহমেদকে তলব করেছেন হাইকোর্ট।
এ
সংক্রান্ত একটি আবেদনের প্রাথমিক শুনানি করে গতকাল বিচারপতি এ এইচ এম
শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ওই লেখার বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তাকে এ রুলের জবাব দিতে বলা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তারেক এম আর চৌধুরী গতকাল সকালে আদালত অবমাননার আবেদনটি দাখিল করেন। আদালতে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
দৈনিক নিরপে নামে একটি পত্রিকায় সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদের একটি নিবন্ধ প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল ‘বেপরোয়া লোভ লালসা, অন্যায় আচরণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগ’।
ইকতেদার আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছিলেন। পরে তিনি মজুরি বোর্ডের চেয়ারম্যান হন।
১০ ফেব্রুয়ারি আদালতে হাজির হয়ে ওই লেখার বিষয়ে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। আগামী ১০ দিনের মধ্যে তাকে এ রুলের জবাব দিতে বলা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তারেক এম আর চৌধুরী গতকাল সকালে আদালত অবমাননার আবেদনটি দাখিল করেন। আদালতে আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
দৈনিক নিরপে নামে একটি পত্রিকায় সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদের একটি নিবন্ধ প্রকাশিত হয়। এর শিরোনাম ছিল ‘বেপরোয়া লোভ লালসা, অন্যায় আচরণ রোধ এবং আইনের যথাযথ প্রয়োগ’।
ইকতেদার আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছিলেন। পরে তিনি মজুরি বোর্ডের চেয়ারম্যান হন।
No comments