ইরানকে ছয় জাতির আলোচনার প্রস্তাব

পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে ফের আলোচনার প্রস্তাব দিয়েছে ছয় জাতি। প্রস্তাবে আগামী ২৫ ফেব্রুয়ারি কাজাখস্তানে বৈঠক করার কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে গতকাল রবিবার এ কথা জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং জার্মানির এ প্রস্তাবকে সালেহি সুসংবাদ বলে উল্লেখ করেন। তবে ইরান এ আলোচনায় সম্মত কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
পশ্চিমা দেশগুলোর ধারণা, ইরান পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই তা অস্বীকার করে আসছে।
এদিকে একটি স্টিলথ জঙ্গি বিমান তৈরির দাবি করেছে ইরান। গত শনিবার প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উপস্থিতিতে তেহরানের একটি অনুষ্ঠানে বিমানটি প্রদর্শন করা হয়। সূত্র : রয়টার্স।


No comments

Powered by Blogger.