চিত্র বিচিত্রঃ চার বছর পর ফিরল পোষা কুকুর!
যুক্তরাষ্ট্রের পালো আল্টো শহর থেকে হারিয়ে যাওয়া কুকুর চার বছর পর বাড়ি
ফিরে এসেছে। একটি পরিবার জানায়, তাদের কুকুরটির নাম ওরিও।
প্রায়
চার বছর আগে মালিকের বাড়ির আঙিনা থেকে কুকুরটি হারিয়ে যায়। পালো আল্টোর
সংবাদপত্র এ খবর জানিয়েছে। পেনিনসুলার হিউমেন সোসাইটি ও কুকুরটির মালিক
জানান, কুকুরটি তাদের। কুকুরটির গলায় পরিবারের সাথে যোগাযোগের
তথ্যসংক্রন্ত একটি যন্ত্র ছিল। গত মঙ্গলবার ঢালি শহরের সিকিউরিটি পাবলিক
স্টোরেজের কাছে ঘোরাঘুরি করার সময় যন্ত্রটি শনাক্ত করা হয়। একজন সরকারি
কর্মকর্তা এ তথ্য জানান। ব্রান্ডার ¯িপ্রনজার জানান, কুকুরটিকে ফিরে পেয়ে
আমি খুব আনন্দিত। তিনি জানান ওরিওর মালিক ছিলেন তার দাদী। গত মে মাসে তিনি
মারা যান। হিউমেন সোসাইটির মুখপাত্র জানান, এই ঘটনাটির মধ্যে সবচেয়ে
গুরুত্বপূর্ণ দিক হলো যন্ত্রটি ফিরে পাওয়া। এটি কোনো হারিয়ে যাওয়া পোষা
প্রাণীর বাড়ি ফিরে আসার টিকিট হিসেবে কাজ করতে পারে।
No comments