অধ্যাদেশে সই করলেন প্রণব
নারী নির্যাতনবিরোধী অধ্যাদেশে গতকাল
রবিবার সই করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর মধ্য দিয়ে
অধ্যাদেশটি আইনে পরিণত হলো। তবে আগামী ছয় মাসের মধ্যে এ অধ্যাদেশ
পার্লামেন্টে পাস করাতে হবে।
ধর্ষণসহ নারী নির্যাতনের
অন্যান্য মামলায় কঠোর সাজার বিধান রেখে গত শুক্রবার ওই অধ্যাদেশটি পাস
করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এতে ধর্ষণ ও নৃশংস অন্যান্য অপরাধের
জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আগামী ২১
ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে অধ্যাদেশটি পাস করার জন্য তোলা
হবে বলে আশা করা হচ্ছে।
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে তরুণী গণধর্ষণের ঘটনার পরপরই ভারতের সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরণ বার্মাকে প্রধান করে আইন সংস্কারে তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। ওই তরুণীর ভাই জানিয়েছে, ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী নয়াদিল্লি দাওয়ারকা এলাকায় তাঁদের পরিবারের জন্য একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন। সূত্র : জি নিউজ।
গত ১৬ ডিসেম্বর দিল্লিতে তরুণী গণধর্ষণের ঘটনার পরপরই ভারতের সাবেক প্রধান বিচারপতি জগদীশ শরণ বার্মাকে প্রধান করে আইন সংস্কারে তিন সদস্যের কমিটি গঠন করে সরকার। ওই তরুণীর ভাই জানিয়েছে, ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী নয়াদিল্লি দাওয়ারকা এলাকায় তাঁদের পরিবারের জন্য একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবেন। সূত্র : জি নিউজ।
No comments