কাদের মোল্লার মামলার রায় কাল
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায়
আগামীকাল মঙ্গলবার রায় ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসিরউদ্দিন মাহমুদ আজ সোমবার বেলা
একটায় সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। রাজধানীর পুরোনো হাইকোর্ট ভবনে
স্থাপিত ট্রাইব্যুনালের নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারপতি মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম।
প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি প্রত্যাশিত রায়ের অপেক্ষায় আছি। আমরা আশা করি, তথ্য-প্রমাণ দিয়ে আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছি।’
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন: বিচারপতি মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম।
প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি প্রত্যাশিত রায়ের অপেক্ষায় আছি। আমরা আশা করি, তথ্য-প্রমাণ দিয়ে আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির আরজি জানিয়েছি।’
No comments