কাচিন বিদ্রোহীদের সঙ্গে আজ বৈঠকে বসছে সরকার
মিয়ানমারের উত্তরাঞ্চলের চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে কাচিন বিদ্রোহীদের সঙ্গে আজ সোমবার জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। দেশটির সীমান্তলাগোয়া চীনা শহর রুইলিতে এ বৈঠক হওয়ার কথা। গতকাল রবিবার উভয় পক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
মিয়ানমারের সরকারি পত্রিকা নিউ লাইট অব মিয়ানমারে গতকাল প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, 'সরকার শুরু থেকেই বিশ্বাস করে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক সংলাপের কোনো বিকল্প নেই।' দেশটির ক্ষুদ্র নৃ-তাত্তি্বক গোষ্ঠীগুলোর সংগঠন ইউনাইটেড ন্যাশনালিটিজ ফেডারেল কাউন্সিলের (ইউএনএফসি) মুখপাত্র কুন ওক্কার গতকাল বলেন, 'চীন এ বৈঠকের আয়োজন করছে। তারা এ ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিও তুলে ধরতে পারে।' তিনি জানান, বৈঠকের জন্য প্রস্তুতি নিতে পর্যাপ্ত সময় তাঁরা পাননি।প্রায় ১৭ বছর অস্ত্রবিরতির পর ২০১১ সালে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষ শুরু হয় কাচিন বিদ্রোহীদের। চলমান এ সংঘর্ষে প্রায় ৭৫ হাজার মানুষ ভিটেছাড়া হয়েছে। সংঘাত নিরসনের লক্ষ্যে এ সময়ের মধ্যে উভয় পক্ষ কমপক্ষে ১০ বার আলোচনায় বসেছে। কিন্তু কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি। সূত্র : জিনিউজ, এএফপি।
No comments