গুণীজন কহেন
ভালোবাসা কিনতে পারবেন না। কিন্তু এর জন্য আপনাকে অনেক মূল্য দিতে হবে।
হেনরি ইয়ংম্যান, ব্রিটিশ মার্কিন কৌতুক অভিনেতা
হেনরি ইয়ংম্যান, ব্রিটিশ মার্কিন কৌতুক অভিনেতা
পুরুষেরা হলো ব্যাংক অ্যাকাউন্টের মতো। টাকা যত বেশি তত বেশি ইন্টারেস্টের জন্ম দেয়।
মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক
একজন প্রেমিকের কাছ থেকে তার স্নায়ু কেড়ে নিলে যা থাকে তা হলো, একজন হাজব্যান্ড।
হেলেন রোল্যান্ড, মার্কিন রম্যলেখক
আমার মন খুবই উড়ুউড়ু করে। ভাগ্য ভালো, তা এতই দুর্বল যে বেশি দূর যেতে পারে না।
বব থাভেস, কার্টুনিস্ট
একজন পুরুষ জানে না কীভাবে ‘বিদায়’ বলতে হয়। একজন নারী জানে না কখন বলতে হয়।
হেলেন রোল্যান্ড, মার্কিন রম্যলেখক
ভালোবাসা অন্ধ, বিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে।
জর্জ লিচটেনবার্গ, জার্মান বিজ্ঞানী
বুড়োরা সবকিছু বিশ্বাস করে, জোয়ানেরা সবকিছুকেই সন্দেহ করে। আর ছোটরা সবকিছু জানে।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি
মার্ক টোয়েন, মার্কিন সাহিত্যিক
একজন প্রেমিকের কাছ থেকে তার স্নায়ু কেড়ে নিলে যা থাকে তা হলো, একজন হাজব্যান্ড।
হেলেন রোল্যান্ড, মার্কিন রম্যলেখক
আমার মন খুবই উড়ুউড়ু করে। ভাগ্য ভালো, তা এতই দুর্বল যে বেশি দূর যেতে পারে না।
বব থাভেস, কার্টুনিস্ট
একজন পুরুষ জানে না কীভাবে ‘বিদায়’ বলতে হয়। একজন নারী জানে না কখন বলতে হয়।
হেলেন রোল্যান্ড, মার্কিন রম্যলেখক
ভালোবাসা অন্ধ, বিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে।
জর্জ লিচটেনবার্গ, জার্মান বিজ্ঞানী
বুড়োরা সবকিছু বিশ্বাস করে, জোয়ানেরা সবকিছুকেই সন্দেহ করে। আর ছোটরা সবকিছু জানে।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি
No comments