মমত্ববোধ

অভিনেতা মাইকেল ডগলাস তাঁর স্ত্রী ক্যাথরিন জিটা-জোন্সের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের বয়সের ব্যবধানের জন্য সমালোচিত, যা তাঁদের বেশ বিব্রত করেছে। আর সে জন্যই ডগলাসের এই দুঃখ প্রকাশ। খবর পিটিআই-এর।
জানা গেছে, এই অসমবয়সী দম্পতির বয়সের ব্যবধান প্রায় ২৫ বছর। আর এই ব্যবধানের জন্য তাঁদের বিদ্রূপও সহ্য করতে হয়। এটি তাঁদের বেশ আহত করে। আর এ কারণেই ডগলাস দুঃখ প্রকাশ করে বলেছেন, 'এটা (বিদ্রূপ) অনবরত অস্বসত্মি দিতে থাকবে। তাই ক্যাথরিনের জন্য আমি দুঃখ বোধ করি।'
উলেস্নখ্য, ৬৫ বছর বয়সী এই অভিনেতা এর আগে ডায়ান্ড্রা লুকারের সঙ্গে সংসার করেছিলেন। এ বিষয়টি উলেস্নখ করে তিনি বলেন, একজন ডিভোর্সি হিসেবে তিনি জানেন কীভাবে সংসার জীবনটি সুখী ও সফল করে তুলতে হয়।
২০০০ সালে এই তারকা জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই স্পটলাইটের আড়ালে থাকার জন্য বারমুডায় বাস করতে শুরম্ন করেন। যদিও বর্তমানে তাঁরা নিউইয়র্কেরই বাসিন্দা।
_সূত্র : পিটিআই অনলাইন

No comments

Powered by Blogger.