হালনাগাদে দেশে ভোটার বেড়েছে ৩৬ লাখ ৮৯ হাজার
হালনাগাদে সারাদেশে ভোটার বেড়েছে ৩৬ লাখ
৮৯ হাজার। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ৬৯৮ জন।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এ তথ্য জানিয়েছেন।
সোমবার
নির্বাচন কমিশন সচিবালয়ে উপকূলীয় এলাকাসহ ১৭টি জেলার খসড়া ভোটার তালিকা
প্রকাশের সময় সাংবাদিকদের তিনি জানান, দাবি, আপত্তি নিষ্পত্তির পর আগামী ১৫
এপ্রিল সেসব এলাকার চূড়ানত্ম ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেসব এলাকার
ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আগামী ২০ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার জানান, দ্বিতীয় পর্যায়ে আগামী ১৫ মার্চ ২০টি জেলার খসড়া
ভোটার তালিকা ও ২২ এপ্রিল চূড়ানত্ম ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া
তৃতীয় পর্যায়ে ২২ মার্চ ২৭ জেলার খসড়া ও ২৯ এপি্্রল চূড়ানত্ম ভোটার তালিকা
প্রথম পর্যায়ে যে ১৭টি জেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় সেগুলো হচ্ছে
বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, খুলনা, সাতৰীরা, বাগেরহাট,
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কক্সবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও
সিলেট।
No comments