সম্পাদক সমীপে- সংবিধান জানতে দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনকার্য
পরিচালিত হয় পবিত্র সংবিধানের আলোকে। সরকার ও দেশের সকল প্রতিষ্ঠান
সংবিধানের বাইরে যেতে পারে না। একটি গণতান্ত্রিক সরকারের বিরম্নদ্ধে বিরোধী
দল নানাভাবে অপপ্রচার করে থাকে এবং সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে
বিভ্রানত্ম করার সুযোগ পায়।
বিরোধী দল সত্য বলছে, না
মিথ্যা বলছে তা সাধারণ জনগণ কখনও জানতে পারে না। জনগণের সংবিধান বিষয়ে
জানার অধিকার রয়েছে। অতি সহজে যাতে জনসাধারণ এ পবিত্র সংবিধান পড়ার সুযোগ
পায় সে ব্যবস্থা থাকা অপরিহার্য। জনগণ সংবিধান সম্বন্ধে ধারণা পেলে বা জানা
থাকলে কখনও কোন বিরোধী দল সংবিধানের ভুল ও মিথ্যা ব্যাখ্যা দিয়ে ধোঁকা
দিতে পারবে না।
মোঃ মেছের আলী, কয়কীর্তন, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
মোঃ মেছের আলী, কয়কীর্তন, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
No comments