ভোলায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী সাংবাদিকদের গাড়িতে সন্ত্রাসী হামলা
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় স্থানান্তরিত
ফৌজাদারি ও দেওয়ানী আদালত উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে আইন বিচার ও সংসদ
বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ কামরুল ইসলামের গাড়ি বহরের পেছনের সফরসঙ্গী
সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয়েছে।
এ সময়
সাংবাদিকদের শ্রমিক ক্যাডাররা সাবেক আওয়ামী লীগ দলীয় এমপি মেজর (অব) জসিমের
আত্মীয় পরিচয় দিয়ে বীরদর্পে লাঞ্ছিত করেছে। অবৈধ টেম্পো সাংবাদিকদের
বহনকারী ভোলা তথ্য অফিসের গাড়িতে ধাক্কা দিলে টেম্পোটিকে দাঁড়াতে বললে তারা
সাংবাদিকদের ওপর চড়াও হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা ১১টায় গজারিয়া বাজারের
দণি পাশে। এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র ােভের সৃষ্টি হয়। পুলিশ
হামলাকারীদের হোতা নসিমন করিমন শ্রমিক সংগঠনের সম্পাদক আবু তাহের চাপরাশীকে
গ্রেফতার করেছে। আটক করা হয়েছে ৭টি অবৈধ নসিমন করিমন।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লালমোহন প্রেসকাবে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রেসকাব সভাপতি সোহেল আজিজ শাহিনের সভাপতিত্বে এ ঘটনায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু, কোষাধ্য এসবি মিলন, দফতর সম্পাদক আনোয়ার রাব্বী প্রমুখ। চরফ্যাশন প্রেসকাবের সাংবাদিকরাও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় লালমোহন প্রেসকাবে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রেসকাব সভাপতি সোহেল আজিজ শাহিনের সভাপতিত্বে এ ঘটনায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন সম্পাদক আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক জসিম জনি, সাংগঠনিক সম্পাদক সাইফ বাবলু, কোষাধ্য এসবি মিলন, দফতর সম্পাদক আনোয়ার রাব্বী প্রমুখ। চরফ্যাশন প্রেসকাবের সাংবাদিকরাও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
No comments