কারিনা-শহীদ লড়াই
কদিন আগেই জানা গিয়েছিল, যুদ্ধের দামামা
বাজছে জন এব্রাহাম ও বিপাশা বসুর শিবিরে। অস্ত্র আই, মি ঔর ম্যায় ছবিটি আর
বিপাশার তির আত্মা। সাবেক এই প্রেমিক-প্রেমিকার ছবি দুটি একই সময়ে মুক্তি
পাওয়ার জন্যই মূলত রসিকজনেরা বলছিলেন, যুদ্ধ লেগে গেছে!
এবার
আরেক সাবেক জুটি কারিনা কাপুর ও শহীদ কাপুরের মধ্যেও নাকি যুদ্ধ বেধে
যাচ্ছে! এ ক্ষেত্রেও কারণ একই রকম। শিগগিরই মুক্তি পাচ্ছে শহীদের ফাটা
পোস্টার নিকলা হিরো ছবিটি। সেই সঙ্গে বাজারে আসছে কারিনার সত্যাগ্রহ। বলিউড
বিশেষজ্ঞদের ধারণা, এমনিতেই একই সময়ে দুটি ছবি মুক্তি পেলে লড়াই হয়
হাড্ডাহাড্ডি; তার ওপর দুই ছবির প্রধান পাত্র-পাত্রীর মাঝে শীতল সম্পর্কের
কারণে এবারের লড়াইটি হবে আরও কঠিন। তবে শহীদ বা কারিনা কেউই বলছেন না—যুদ্ধ
লেগে যাচ্ছে। বলিউড হাঙ্গামা।
No comments