একই ছবিতে তাঁরা তিনজন
একই ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ফেরদৌস,
মৌসুমী ও শাবনূর। ছবির নাম কিছু আশা কিছু ভালোবাসা। পরিচালক মোস্তাফিজুর
রহমান। গতকাল রোববার ছবিটির শুটিং শুরু হয়েছে এফডিসিতে।
আর শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী ও শাবনূর। এর আগে দুপুরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।ফেরদৌস
বলেন, ‘ছবিটির গল্প ত্রিভুজ প্রেম নিয়ে। এর আগেও আমরা তিনজন একই ছবিতে
অভিনয় করেছিলাম। কিন্তু এবার মৌসুমী ও শাবনূর সরাসরি আমার বিপরীতে অভিনয়
করছেন। এটা আমাদের জন্য চমৎকার একটা অভিজ্ঞতা।’
মৌসুমী বলেন, ‘মোল্লাবাড়ীর বউ ছবির পর আমি আর শাবনূর এবার কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে অভিনয় করছি। আমাদের দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়। আমাদের মাঝে বোঝাপড়াটা চমৎকার। আশা করছি, এবার আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
শাবনূর বললেন, ‘আমি এখন কয়েকটি ছবিতে কাজ করছি। এই যেমন—এমনও তো প্রেম হয়, পাগল মানুষ, অবুঝ ভালোবাসা, স্বপ্নের বিদেশ। কিছু আশা কিছু ভালোবাসা এগুলোর মধ্যে ব্যতিক্রম।’
ছবির সব কটি গানের কথা লিখছেন সুদীপ কুমার এবং সুর করছেন আরফিন রুমী, জেকে ও আহমেদ হুমায়ুন।
মৌসুমী বলেন, ‘মোল্লাবাড়ীর বউ ছবির পর আমি আর শাবনূর এবার কিছু আশা কিছু ভালোবাসা ছবিতে অভিনয় করছি। আমাদের দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়। আমাদের মাঝে বোঝাপড়াটা চমৎকার। আশা করছি, এবার আমরা দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
শাবনূর বললেন, ‘আমি এখন কয়েকটি ছবিতে কাজ করছি। এই যেমন—এমনও তো প্রেম হয়, পাগল মানুষ, অবুঝ ভালোবাসা, স্বপ্নের বিদেশ। কিছু আশা কিছু ভালোবাসা এগুলোর মধ্যে ব্যতিক্রম।’
ছবির সব কটি গানের কথা লিখছেন সুদীপ কুমার এবং সুর করছেন আরফিন রুমী, জেকে ও আহমেদ হুমায়ুন।
No comments